OnePlus 15 ও Oppo Find X9 উভয় ফ্ল্যাগশিপ-স্তরের পারফরম্যান্স, আধুনিক ডিজাইন, এবং পাওয়ারফুল হার্ডওয়্যারের সঙ্গে এসেছে।
Oppo Find X9 Vs OnePlus 15 comparison
OnePlus 15 ও Oppo Find X9 ভারতে প্রিমিয়াম স্মার্টফোন মার্কেটের সমীকরণ সম্পূর্ণ বদলে দিয়েছে। ফোনগুলি ফ্ল্যাগশিপ-স্তরের পারফরম্যান্স, আধুনিক ডিজাইন, এবং পাওয়ারফুল হার্ডওয়্যারের সঙ্গে এসেছে। দুই ফোনেই তিনটি 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও সামনে একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। Oppo Find X9 মডেলে MediaTek Dimensity 9500 প্রসেসর ব্যবহার করা হয়েছে। অন্য দিকে, OnePlus 15 ফোনে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর বর্তমান। চলুন স্পেসিফিকেশন, দাম, এবং ফিচারের ভিত্তিতে Oppo Find X9 ও OnePlus 15 এর মধ্যে তুলনা দেখে নেওয়া যাক।
Oppo Find X9 একটি 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,600 নিট পিক ব্রাইটনেস, FHD+ রেজোলিউশন, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, HDR10+, এবং ডলবি ভিশন সাপোর্ট করে। অন্য দিকে, OnePlus 15 এর মেজর হাইলাইট 6.78 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে। এটি 165 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, ডলবি ভিশন, HDR10+, 3,600 নিট পিক ব্রাইটনেস, ও 330 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে।
ওপ্পো ফাইন্ড এক্স9 মিডিয়াটেকের লেটেস্ট ও সবথেকে শক্তিশালী ডাইমেনসিটি 9500 প্রসেসর দ্বারা চালিত। এটি সিপিইউ, জিপিইউ, এবং এআই পারফরম্যান্সে উন্নতি এনেছে। ওপ্পো দাবি করেছে, পাওয়ার এফিশিয়েন্সির পাশাপাশি গ্রাফিক্স পারফরম্যান্সেও উল্লেখযোগ্য আপগ্রেড এসেছে।
ওয়ানপ্লাস 15 কোয়ালকমের সবথেকে পাওয়ারফুল স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসরে চলে। এটি বর্তমানে দ্রুততম Android চিপসেটগুলির মধ্যে একটি। দুই ফোনের প্রসেসর বাস্তবিক পরিস্থিতিতে একইরকম কর্মক্ষমতা প্রদান করে। এক কথায়, কাঁটে কা টক্কর।
ক্যামেরা সেটআপ এবং টিউনিং দুই ফোনকে আলাদা করেছে। Oppo Find X9 এর পিছনে f/1.6 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল Sony LYT808 প্রাইমারি ক্যামেরা, f/2.6 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল Sony LYT600 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল Samsung JN5 আলট্রাওয়াইড লেন্স আছে। ক্যামেরাটি Hasselblad-এর সহযোগিতায় তৈরি।
খাতায় কলমে OnePlus 13 এর সঙ্গে মিল থাকলেও, OnePlus 13 এর প্রতিটি ক্যামেরা সেন্সরে ডাউনগ্রেড লক্ষ্য করা যায়। এতে 50 মেগাপিক্সেল Sony IMX906 প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, ও 3.5x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল Samsung JN5 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। ক্যামেরা কোয়ালিটির নিরিখে Oppo Find X9 এগিয়ে।
OnePlus 15 অবশ্য ব্যাটারি ব্যাকআপে Find X9-কে টেক্কা দিয়েছে। ফোনটিতে 7,300mAh ব্যাটারি আছে যা 120W ওয়্যার্ড, 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ব্যাটারি 0-50 এবং 50-100 শতাংশ চার্জ হতে যথাক্রমে 15 মিনিট এবং 40 মিনিট সময় লাগে। গেম খেলার সময় অতিরিক্ত গরম হওয়া রোধ করতে বাইপাস চার্জিং ফিচার আছে। অন্য দিকে, Oppo Find X9 এর ব্যাটারি ক্যাপাসিটি 7,025mAh। ফোনটি 80W ওয়্যার্ড ও 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
Oppo Find X9 এর দাম ভারতে 74,999 টাকা (12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ) থেকে শুরু হচ্ছে। 16 জিবি র্যাম এবং 512 জিবি স্টোরেজ ভার্সনের দাম 84,999 টাকা। OnePlus 15 এর দাম ভারতে 72,999 টাকা থেকে শুরু৷ বেস মডেলে 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ কনফিগারেশন আছে। 16 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 79,999 টাকা রাখা হয়েছে।
খরচের দিক থেকে বিচার করলে Oppo Find X9 এর তুলনায় OnePlus 15 বেশি সাশ্রয়ী। তবে এই দুই ফোনের মধ্যে কোনটা বেশি ভাল, তা এক কথায় উত্তর দেওয়া সম্ভব নয়। কারণ দুই ফোন আলাদা আলাদা ক্ষেত্রে এগিয়ে আছে। Oppo Find X9 পারফরম্যান্স, ব্যাটারি, ক্যামেরা — সমস্ত দিকে ভারসাম্য বজায় রেখেছে। যাকে বলে পুরোদস্তুর ফ্ল্যাগশিপ ফোন৷ অন্য দিকে, OnePlus 15 মূলত গেমিং, মাল্টিটাস্কিং, এবং হাই-পারফরম্যান্সের উপর বেশি ফোকাস করে। ফলে সিদ্ধান্ত আপনার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Single Papa OTT Release Date: When and Where to Watch Kunal Khemu’s Upcoming Comedy Drama Series?
Diesel Set for OTT Release Date: When and Where to Harish Kalyan's Action Thriller Online?