OnePlus Ace 6 ইতিহাস গড়তে প্রস্তুত, লঞ্চ হচ্ছে 7,800mAh ব্যাটারি ও 165Hz রিফ্রেশ রেটের সঙ্গে
                                    
                                
                OnePlus Ace 6-এর AMOLED ডিসপ্লে 165 হার্টজ আলট্রা হাই রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, HDR10+, ডলবি ভিশন, আই প্রোটেকশন, ও 1.07 বিলিয়ন কালার সাপোর্ট করবে। ফোনটিতে ভেরিয়েবল রিফ্রেশ রেট থাকবে। অর্থাৎ ডিসপ্লের রিফ্রেশ রেট স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন হবে। এটি 165 হার্টজ, 144 হার্টজ, 120 হার্টজ, 90 হার্টজ, ও 60 হার্টজে রিফ্রেশ হতে সক্ষম।