সম্প্রতি 256GB মিডনাইট ব্ল্যাক ফোনটিকেও ভারতে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে OnePlus। 2 জুলাই নতুন এক কালার ভেরিয়েন্টে OnePlus 6 ফোন লঞ্চের খবর পাওয়া গেল। মনে করা হচ্ছে নতুন লাভা রেড ভেরিয়েন্টে OnePlus 6 ফোনটি লঞ্চ করা হবে।
মে মাসে ভারতে মিডনাইট ব্ল্যাক ও মিরর ব্ল্যাক কালারে OnePlus 6 ফোন লঞ্চ হয়েছিল। এরপরে একে একে OnePlus 6 মার্ভেল অ্যাভেঞ্জার্স লিমিটেড এডিশান ও সিল্ক হোয়াইট লিমিটেড এডিশান ফোনগুলি লঞ্চ করাছিল চিনের এই কোম্পানি। সম্প্রতি 256GB মিডনাইট ব্ল্যাক ফোনটিকেও ভারতে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে OnePlus। 2 জুলাই নতুন এক কালার ভেরিয়েন্টে OnePlus 6 ফোন লঞ্চের খবর পাওয়া গেল। মনে করা হচ্ছে নতুন লাভা রেড ভেরিয়েন্টে OnePlus 6 ফোনটি লঞ্চ করা হবে।
কোম্পানির অফিশিয়াল টুইটার পেজে একটি ভিডিও টিজারে বলা হয়েছে, “C61422 শুরু করা হচ্ছে, আপনি কি এগিয়ে যেতে চান?”, গুগলে C61422 সার্চ করে জানা গিয়েছে কালার প্যালেটে গাড় লাল রঙের কোড এই সংখ্যাটি। এছাড়াও জানানো হয়ে 2 জুলাই এই ফোন লঞ্চ হবে। কোম্পানির ভারতের অ্যাকাউন্ট থেকেও এই ভিডিও শেয়ার করা হয়েছে। তার থেকেই মনে করা হচ্ছে এই লাল OnePlus 6 ফোন খুব শুঘ্রই ভারতের বাজারে চলে আসবে। যদিও এই ভেরিয়েন্টে কম RAM বা স্টোরেজ ব্যবহার করা হবে তা জানা যায়নি। সম্প্রতি লঞ্চ হওয়া মিডনাইট ব্ল্যাক ভেরিয়েন্টের মতোই এই ফোনেও 8GB RAM আর 256GB স্টোরেজ থাকবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও এই ফোনের দামও মিডনাইট ব্ল্যাক ভেরিয়েন্টের মতোই 43,999 থাকবে বলে মনে করা হচ্ছে।
![]()
Photo Credit: SlashLeaks
OnePlus 6 স্পেসিফিকেশান
নতুন OnePlus 6 এ প্রিলোডেড থাকবে লেটেস্ট Android Oreo 8.1। OnePlus 6 এ রয়েছে 6.28 ইঞ্চি FHD+ full Optic AMOLED ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। OnePlus 6 এর ভিতরে রয়েছে লেটেস্ট Snapdragon 845 প্রসেসসার সাথে 6GB/8GB RAM আর Adreno 630 GPU আর 64GB/256GB ইন্টারনাল স্টোরেজ।
এই ফোনে রয়েছে ডুয়াল রিয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারী সেন্সারটি 16 মেগাপিক্সেল ও সেকেন্ডারী 20 মেগাপিক্সেল সেন্সার রয়েছে এই রিয়ার ক্যামেরায়। প্রাইমারী ক্যামেরাতে অপ্টিকাল ও ইলেকট্রনিক দুই ইমেজ স্টেবিলাইজেশানের সুবিধা রয়েছে। এছাড়াও রয়েছে একটি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরায় তোলা যাবে 480 ফ্রেম পার সেকেন্ডে স্লো মোশান ভিডিও। নতুন আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ফ্রন্ট ক্যামেরায় তোলা যাবে পোট্রেট মোড। এছাড়াও এই ক্যামেরায় রয়েছে ফেস আনলকের ফিচার। এর মাধ্যমে মাত্র 0.4 সেকেন্ডে আনলক হয়ে যাবে আপনার ফোন।
OnePlus 6 এ রয়েছে 3300 mAh ব্যাটারি। এর সাথেই রয়েছে কোম্পানির জনপ্রিয় ড্যাশ চার্জিং টেকনোলজি। কোম্পানির দাবি মাত্র 30 মিনিটের চার্জে এই ফোন সারাদিন চলতে সক্ষম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Could Reportedly Use BOE Displays for Its Galaxy Smartphones, Smart TVs
OpenAI, Anthropic Offer Double the Usage Limit to Select Users Till the New Year