Photo Credit: OnLeaks
তিনটি রঙে পাওয়া যাবে OnePlus 7 Pro। সম্প্রতি এক রিপোর্তে এই খবর জানা গিয়েছিল। এছাড়াও সম্প্রতি প্রকাশিত এক রিপোর্তে এই ফোনের বিভিন্ন স্টোরেজ ভেরিয়েন্ট সামনে এসেছিল। এবার নতুন রিপোর্টে OnePlus 7 Pro ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন সামনে এল। এই ফোনে থাকছে ডুয়াল সিম সাপোর্ট আর 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। OnePlus 7 Pro ফোনে ডিসপ্লের নীচে থাকবে এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। সাথে থাকছে NFC কানেক্টিভিটি।
Slashleaks ওয়েবসাইটে OnePlus 7 Pro ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। এই ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির OxygenOS স্কিন। এই ফোনের রয়েছে 6.67 ইঞ্চি ফ্লুইড AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট থাকছে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855 চিপসেট, 12GB পর্যন্ত RAM আর Adreno 640 GPU।
6GB RAM+128GB স্টোরেজ, 8GB RAM+256GB স্টোরেজ আর 12GB RAM+256GB স্টোরেজে পাওয়া যাবে OnePlus 7 Pro। তইনটি ভেরিয়েন্টের স্টোরেজেই থাকছে UFS 3.0 ফ্ল্যাশ মেমোরি।
OnePlus 7 Pro ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 16 মেগাপিক্সেল ওয়াইড অয়াঙ্গেল ক্যামেরা আর একটি 8 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। ক্যামেরার সাথেই থাকছে ডুয়াল LED ফ্ল্যাশ, PDAF অটোফোকাস, লেজার অটোফোকাস, কন্টিনিউয়াস অটোফোকাস। এই ফোনের রিয়ার ক্যামেরায় 60fps 4K ভিডিও রেকর্ড করা যাবে।
সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি পপ-আপ ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেল Sony IMX471 সেন্সার। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে Warp Charge 30 ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন