Photo Credit: OnLeaks / iGeeksBlog
চলতি বছরের শুরুতে লঞ্চ হয়েছিল OnePlus 7 আর OnePlus 7 Pro। সম্প্রতি OnePlus 7 ফোনের আপগ্রেড হিসাবে লঞ্চ হয়েছে OnePlus 7T। একই সাথে নতুন প্রিমিয়াম স্মার্ট টিভি লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। যদিও সেপ্টেম্বর মাসে Pro সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করেনি OnePlus। এবার শোনা যাচ্ছে 10 অক্টোবর লন্ডনে লঞ্চ হবে OnePlus 7T Pro। ইতিমধ্যেই HDFC ব্যাঙ্ক ওয়েবসাইটে OnePlus 7T Pro ফোনের বিভিন্ন অফার সামনে এসেছে। সেখানে জানা গিয়েছে অক্টোবর মাসে এই ফোন লঞ্চ হবে।
সাধ্যের মধ্যে 108MP ক্যামেরা, চলতি মাসেই লঞ্চ হবে Xiaomi Mi CC9 Pro
HDFC ব্যাঙ্কের স্মার্টবাই অফার পেজে OnePlus এর অন্যান্য প্রডাক্টের সাথেই OnePlus 7T Pro ফোন দেখা গিয়েছে। যদিও এখনও এই ফোন লঞ্চ হয়নি। এখনও OnePlus 7T Pro লঞ্চের দিন ঘোষনা করেনি চিনের কোম্পানিটি। সেখানে জানা গিয়েছে 10 অক্টোবর থেকে অফলাইনে বিক্রি শুরু হতে পারে OnePlus 7T Pro।
HDFC ওয়েবসাইট থেকে জানা গিয়েছে 15 অক্টোবর থেকে Amazon.in থেকে বিক্রি শুরু হবে OnePlus 7T Pro। HDFC ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে অনলাইনে অথবা অফলাইনে OnePlus 7T Pro কিনলে 3,000 টাকা ছাড় পাওয়া যাবে। যদিও কর্পোরেট ও কমার্শিয়াল কার্ডে এই অফার থাকছে না। HDFC ওয়েবসাইট থেকে জানা গিয়েছে 10 অক্টোবর OnePlus 7T Pro বিক্রি শুরু হতে পারে। এখনও এই ফোন লঞ্চ সম্পর্কে কোন তথ্য জানায়নি চিনের কোম্পানিটি।
OnePlus কে টেক্কা দিতে কম দামে চোখ ধাঁধানো স্পেসিফিকেশন নিয়ে আসছে Realme X2 Pro
OnePlus 7T এর মতোই OnePlus 7T Pro ফোনের ভিতরে Snapdragon 855+ চিপসেট আর 90Hz ফ্লুইড ডিসপ্লে থাকতে পারে। ফোনের ভিতরে 4,080mAh ব্যাটারি থাকতে পারে। সাথে থাকবে Warp Charge 30T ফাস্ট চার্জ সাপোর্ট। 10 অক্টোবর লন্ডনে লঞ্চ হতে পারে OnePlus 7T Pro।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন