OnePlus Nord 5 ও Nord CE 5 ভারতে এল, 7,100mAh ব্যাটারি, 50MP সেলফি ক্যামেরা রয়েছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 8 জুলাই 2025 19:01 IST
হাইলাইট
  • OnePlus Nord CE 5 ফোনটিতে 7,100mAh ব্যাটারি রয়েছে
  • OnePlus Nord 5-এ 6,800mAh ব্যাটারি ও 50MP ফ্রন্ট ক্যামেরা আছে
  • দুই স্মার্টফোনই 80W SuperVOOC চার্জিং সাপোর্ট করে

OnePlus Nord 5 (ডানদিকে) ও OnePlus Nord CE 5

OnePlus আজ ভারতে তিনটি নতুন ডিভাইস লঞ্চের ঘোষণা করেছে। যার মধ্যে রয়েছে OnePlus Nord 5 এবং Nord CE 5 স্মার্টফোন। আর তৃতীয় প্রোডাক্টটি হল Buds 4। Nord 5 অ্যালার্ট স্লাইডারের পরিবর্তে নতুন প্লাস কী এর সাথে এসেছে, যা আসলে একটি কাস্টমাইজযোগ্য বোতাম। এটি ক্যামেরা চালু করা, অডিও প্রোফাইল বদলানো বা বা ফ্ল্যাশলাইট অনের মতো নানা কাজের জন্য ব্যবহার করা যেতে পারে। OnePlus Nord 5 এবং Nord CE 5 যথাক্রমে 6,800mAh ও 7,100mah ব্যাটারি পেয়েছে। দুই ফোনেই 80W SuperVOOC চার্জিং সাপোর্ট বর্তমান।

OnePlus Nord 5 স্পেসিফিকেশন ও ফিচার্স

OnePlus 13s-এর প্রাইমারি ক্যামেরাই OnePlus Nord 5 মডেলের পিছনে দেওয়া হয়েছে। এই 50 মেগাপিক্সেলের Sony LYT-700 সেন্সরটি f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ এসেছে। f/2.2 অ্যাপারচার এবং 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরাও রয়েছে। সেলফি ও ভিডিয়ো চ্যাটের জন্য, সামনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে।

ওয়ানপ্লাস নর্ড 3 এর সামনে 6.83-ইঞ্চি AMOLED স্ক্রিন আছে, যার রিফ্রেশ রেট 144 হার্টজ ও পিক ব্রাইটনেস 1,800 নিট। ফোনটি Snapdragon 8s Gen 3 প্রসেসর দ্বারা চালিত এবং 12 জিবি LPDDR5x র‍্যাম ও 256 জিবি + 512 জিবি অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত। সাথে Android 15 নির্ভর OxygenOS 15 কাস্টম স্কিন থাকছে। ফোনটির 6,800mAh ব্যাটারি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।।এছাড়া, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ইনফ্রারেড (IR) ট্রান্সমিটর, NFC-এর মতো বৈশিষ্ট্য পাওয়া যায়।

OnePlus Nord CE 5 স্পেসিফিকেশন ও ফিচার্স

OnePlus Nord CE 5 ফোনটিতে আরও শক্তিশালী 7,100mAh ব্যাটারি রয়েছে যা SuperVOOC চার্জার ব্যবহার করে 80 ওয়াটে চার্জ করা যায়। এতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও উপস্থিত। সামনের দিকে সামান্য ছোট 6.77-ইঞ্চি AMOLED স্ক্রিন আছে, যার রিফ্রেশ রেট 120 হার্টজ এবং পিক ব্রাইটনেস 1400 নিট। হ্যান্ডসেটটি Dimensity 8350 Apex প্রসেসর দ্বারা চালিত। এটি 12GB পর্যন্ত LPDDR5x র‍্যাম এবং 256GB পর্যন্ত ইনবিল্ট স্টোরেজের সাথে যুক্ত।

ওয়ানপ্লাস নর্ড সিই 5 এর ব্যাক প্যানেলে OIS সহ একটি 50 মেগাপিক্সেল Sony LYT-600 ক্যামেরা ও একটি 8-মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য, এতে f/2.4 অ্যাপারচার সহ একটি 16 মেগাপিক্সেল (Sony IMX480) সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির কানেক্টিভিটি ও সফটওয়্যার Nord CE 5-এর-এর মতোই।

ভারতে OnePlus Nord 5 ও Nord CE 5 এর দাম

ভারতে OnePlus Nord 5 এর বেস 8 জিবি র‍্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজের দাম 31,999 টাকা রাখা হয়েছে। এছাড়াও, ফোনটি 12 জিবি +256 জিবি এবং 12 জিবি +512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টেও পাওয়া যাচ্ছে, যার দাম যথাক্রমে 34,999 টাকা ও 37,999 টাকা। ড্রাই আইস, মার্বেল স্যান্ডস ও ফ্যান্টম গ্রে কালার অপশনে Amazon-এ জুলাই 9, আগামীকাল, দুপুর 12টা থেকে বিক্রি শুরু হবে।

অন্যদিকে, OnePlus Nord CE 5 মডেলটিও তিনটি মেমরি অপশনে লঞ্চ হয়েছে। 8 জিবি +128 জিবি, 8 জিবি + 256 জিবি, ও 12 জিবি +256 জিবি ভার্সনের দাম যথাক্রমে 24,999 টাকা, 26,999 টাকা, ও 28,999 টাকা। এটি ব্ল্যাক ইনফিনিটি, মার্বেল মিস্ট, ও নেক্সাস ব্লু রঙের বিকল্পে কেনা যাবে। জুলাই 12 (অ্যামাজন প্রাইম ডে-র প্রথম দিন) রাত 12টা থেকে বিক্রি শুরু হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus Nord 5 ও Nord CE 5 ভারতে এল, 7,100mAh ব্যাটারি, 50MP সেলফি ক্যামেরা রয়েছে
  2. 50MP ক্যামেরার সাথে লঞ্চ হল Ai+ Pulse ও Nova 5G স্মার্টফোন, দাম মাত্র 4,999 টাকা
  3. Amazon Prime Day 2025 সেলে কম দামে বিক্রি হবে iPhone 15, কত টাকা ছাড় জানেন
  4. স্ক্রিনে টাচ করার দিন অতীত, মুখে বলে ছবি এডিট করার AI ফিচার Realme 15 সিরিজে
  5. 8,300mAh ব্যাটারি ও 512GB স্টোরেজের সাথে বাজার কাঁপাতে আসছে Honor X70
  6. Amazon Prime Day 2025 সেলে Samsug Galaxy S24 Ultra ফোনের দাম 55,000 টাকা কমছে
  7. এবার AI গেমিং ফোন এনে বাজার কাঁপাতে চলেছে Infinix, ফিচার্স শুনলে অবাক হবেন
  8. চাইনিজ ফোনদের ঘুম কেড়ে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ও 64MP ক্যামেরার ফোন আনছে Lava
  9. Honor X9c 5G অবশেষে ভারতে লঞ্চ হল, রয়েছে 108MP ক্যামেরা ও 6,600Ah ব্যাটারি
  10. Itel City 100 মাত্র 7,599 টাকায় বাজারে এল, সাথে 2,999 টাকার স্পিকার সম্পূর্ণ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.