50MP সেলফি ক্যামেরা OnePlus Nord সিরিজের নতুন ফোনে, ফাঁস সমস্ত ফিচার্স

OnePlus Nord 5 ও Nord CE 5 জুলাই 8 ভারতে লঞ্চ হবে। তার আগেই ফোনগুলির সমস্ত স্পেসিফিকেশন ও কালার অপশনগুলি ফাঁস হয়েছে।

50MP সেলফি ক্যামেরা OnePlus Nord সিরিজের নতুন ফোনে, ফাঁস সমস্ত ফিচার্স

Photo Credit: OnePlus

OnePlus Nord 5 সিরিজ জুলাই 8 ভারতে লঞ্চ হবে

হাইলাইট
  • OnePlus Nord 5 এর সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের হবে
  • OnePlus Nord CE 5 এর সামনে থাকবে 16 মেগাপিক্সেল ক্যামেরা
  • দুই ফোনেই 5,200mAh ব্যাটারি ও 80W চার্জিং থাকতে পারে
বিজ্ঞাপন

OnePlus Nord 5 এবং Nord CE 5 জুনেই ভারতে আসছে৷ অপেক্ষার অবসান ঘটিয়ে এমনটাই ঘোষণা করেছে ওয়ানপ্লাস। সম্প্রতি দেশে OnePlus 13s লঞ্চ হয়েছে। সেই ঘটনার রেশ না কাটতেই নর্ড সিরিজের এই দুই স্মার্টফোনের আগমনের কথা জানিয়েছে কোম্পানি। বেস Nord 5 মডেলটি Snapdragon 8s Gen 3 চিপসেট ও LPDDR5X র‍্যামের সাথে আসবে বলে নিশ্চিত করা হয়েছে। ফোনটি 144fps গেমিং সাপোর্ট করবে। অফিসিয়াল লঞ্চের আগে, Nord 5 এবং Nord CE 5 এর স্পেসিফিকেশনগুলি অনলাইনে ফাঁস হয়েছে। একইসাথে, ফোনগুলির প্রতিটি কালার অপশন সামনে এসেছে।

OnePlus Nord 5: স্পেসিফিকেশন ও ফিচার্স

অ্যান্ড্রয়েড হেডলাইনসের প্রতিবেদন অনুসারে, OnePlus Nord 5 ফোনটিতে 6.83-ইঞ্চি ফুল-এইচডি+ (1,272x2,800 পিক্সেল) AMOLED ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশ রেট 120Hz। ফোনটি 8GB + 12GB RAM এবং 256GB + 512GB স্টোরেজ অপশনে পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য, OnePlus Nord 5 মডেলে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে। ফোনে থার্মাল ম্যানেজমেন্টের জন্য  7,300 স্কোয়ার মিমি ভিসি কুলিং চেম্বার থাকছে।

অন্যদিকে, সেলফি এবং ভিডিও কলের জন্য 50 মেগাপিক্সেল সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটিতে 5,200mAh ব্যাটারি থাকবে, যা 80W SuperVOOC চার্জিং সাপোর্ট করবে। ধুলো ও জলের স্প্ল্যাশ থেকে রক্ষার জন্য IP65 রেটিং মিলবে। এটি আকারে 163.41x77.04x8.1 মিমি হবে এবং ওজন 211 গ্রামের কাছাকাছি থাকবে। এতে 90fps এ BGMI এবং 144fps এ Call of Duty Mobile খেলা যাবে বলে দাবি করা হচ্ছে। ফোনটি ড্রাই আইস, মার্বেল স্যান্ডস ও ফ্যান্টম গ্রে রঙের বিকল্পে আসতে পারে।

OnePlus Nord CE 5: স্পেসিফিকেশন ও ফিচার্স

OnePlus Nord CE 5 একটি 6.77 ইঞ্চি AMOLED স্ক্রিনের সাথে আসবে, যা ফুল-এইচডি+ (1,080x2,392 পিক্সেল) রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট অফার করবে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 চিপসেট এবং 8GB র‍্যাম থাকতে পারে। 128GB এবং 256GB স্টোরেজ অপশনে পাওয়া যাবে। ফোনটিতে স্ট্যান্ডার্ড নর্ড 5 মডেলের মতো একই ব্যাটারি ও চার্জিং স্পিড থাকবে বলে অনুমান করা হচ্ছে।

OnePlus Nord CE 5 এর ব্যাক ক্যামেরা সেটআপ Nord 5 এর মতোই হবে বলে আশা করা হচ্ছে। আর সামনের দিকে, একটি 16 মেগাপিক্সেল সেলফি থাকবে বলে জানা গিয়েছে। ডিভাইসটিতে সম্ভবত IP54 ডাস্ট এবং স্প্ল্যাশ-রেজিট্যান্স ফ্রেম থাকবে। ফোনটির পরিমাপ 63.58x76.02x8.27 মিমি এবং ওজন 199 গ্রাম হবে বলে জানা গিয়েছে। রিপোর্ট বলছে, এটি ব্ল্যাক ইনফিনিটি এবং মার্বেল মিস্ট কালার অপশনে পাওয়া যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff
 ...অধিক
        
    

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ 200MP ক্যামেরা এবং 6,500mAh ব্যাটারির Vivo V60e লঞ্চ হবে 7 অক্টোবর
  2. Realme 15x 5G সস্তায় 50MP AI সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল
  3. অফার ছাড়াই Nothing Phone 3-এর দাম সরাসরি 40,000 টাকা কমল, কিনবেন নাকি
  4. শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 80W ফাস্ট চার্জিং সহ লঞ্চ হল Oppo A6 5G স্মার্টফোন
  5. 6,000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরার বাজেট স্মার্টফোন আনছে Realme, র‍্যাম 16 জিবি বাড়ানো যাবে!
  6. 7,000 টাকারও কমে লঞ্চ হচ্ছে Samsung Galaxy M07, লো বাজেটেও দুর্দান্ত ফিচার
  7. Moto X70 Air: আইফোন এয়ারকে টেক্কা! এবার সুপার-স্লিম ফোন আনছে মটোরোলা
  8. সেরা ক্যামেরার Samsung Galaxy S25 FE ফোনের সেল শুরু, পাবেন 5,000 টাকা ছাড়
  9. দুর্ধর্ষ ব্যাটারি ব্যাকআপ নিয়ে লঞ্চ হল CMF Headphone Pro, স্টাইল-ফিচার্সে বাজিমাত
  10. 200 মেগাপিক্সেল ক্যামেরা এবং 60W ফাস্ট চার্জিং সহ আসছে Samsung Galaxy S26 Ultra
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »