OnePlus Nord 5 ও Nord CE 5 জুলাই 8 ভারতে লঞ্চ হবে। তার আগেই ফোনগুলির সমস্ত স্পেসিফিকেশন ও কালার অপশনগুলি ফাঁস হয়েছে।
Photo Credit: OnePlus
OnePlus Nord 5 সিরিজ জুলাই 8 ভারতে লঞ্চ হবে
OnePlus Nord 5 এবং Nord CE 5 জুনেই ভারতে আসছে৷ অপেক্ষার অবসান ঘটিয়ে এমনটাই ঘোষণা করেছে ওয়ানপ্লাস। সম্প্রতি দেশে OnePlus 13s লঞ্চ হয়েছে। সেই ঘটনার রেশ না কাটতেই নর্ড সিরিজের এই দুই স্মার্টফোনের আগমনের কথা জানিয়েছে কোম্পানি। বেস Nord 5 মডেলটি Snapdragon 8s Gen 3 চিপসেট ও LPDDR5X র্যামের সাথে আসবে বলে নিশ্চিত করা হয়েছে। ফোনটি 144fps গেমিং সাপোর্ট করবে। অফিসিয়াল লঞ্চের আগে, Nord 5 এবং Nord CE 5 এর স্পেসিফিকেশনগুলি অনলাইনে ফাঁস হয়েছে। একইসাথে, ফোনগুলির প্রতিটি কালার অপশন সামনে এসেছে।
অ্যান্ড্রয়েড হেডলাইনসের প্রতিবেদন অনুসারে, OnePlus Nord 5 ফোনটিতে 6.83-ইঞ্চি ফুল-এইচডি+ (1,272x2,800 পিক্সেল) AMOLED ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশ রেট 120Hz। ফোনটি 8GB + 12GB RAM এবং 256GB + 512GB স্টোরেজ অপশনে পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য, OnePlus Nord 5 মডেলে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে। ফোনে থার্মাল ম্যানেজমেন্টের জন্য 7,300 স্কোয়ার মিমি ভিসি কুলিং চেম্বার থাকছে।
অন্যদিকে, সেলফি এবং ভিডিও কলের জন্য 50 মেগাপিক্সেল সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটিতে 5,200mAh ব্যাটারি থাকবে, যা 80W SuperVOOC চার্জিং সাপোর্ট করবে। ধুলো ও জলের স্প্ল্যাশ থেকে রক্ষার জন্য IP65 রেটিং মিলবে। এটি আকারে 163.41x77.04x8.1 মিমি হবে এবং ওজন 211 গ্রামের কাছাকাছি থাকবে। এতে 90fps এ BGMI এবং 144fps এ Call of Duty Mobile খেলা যাবে বলে দাবি করা হচ্ছে। ফোনটি ড্রাই আইস, মার্বেল স্যান্ডস ও ফ্যান্টম গ্রে রঙের বিকল্পে আসতে পারে।
OnePlus Nord CE 5 একটি 6.77 ইঞ্চি AMOLED স্ক্রিনের সাথে আসবে, যা ফুল-এইচডি+ (1,080x2,392 পিক্সেল) রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট অফার করবে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 চিপসেট এবং 8GB র্যাম থাকতে পারে। 128GB এবং 256GB স্টোরেজ অপশনে পাওয়া যাবে। ফোনটিতে স্ট্যান্ডার্ড নর্ড 5 মডেলের মতো একই ব্যাটারি ও চার্জিং স্পিড থাকবে বলে অনুমান করা হচ্ছে।
OnePlus Nord CE 5 এর ব্যাক ক্যামেরা সেটআপ Nord 5 এর মতোই হবে বলে আশা করা হচ্ছে। আর সামনের দিকে, একটি 16 মেগাপিক্সেল সেলফি থাকবে বলে জানা গিয়েছে। ডিভাইসটিতে সম্ভবত IP54 ডাস্ট এবং স্প্ল্যাশ-রেজিট্যান্স ফ্রেম থাকবে। ফোনটির পরিমাপ 63.58x76.02x8.27 মিমি এবং ওজন 199 গ্রাম হবে বলে জানা গিয়েছে। রিপোর্ট বলছে, এটি ব্ল্যাক ইনফিনিটি এবং মার্বেল মিস্ট কালার অপশনে পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy S26, Galaxy S26 Ultra to Be Slimmer and Lighter Than Their Predecessors, Tipster Claims
Apple's iOS 26.2 Beta 3 Rolled Out With AirDrop Upgrades, Liquid Glass Tweaks and More