OnePlus Turbo 6 মডেলে Snapdragon 8s Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে।
Photo Credit: OnePlus
OnePlus Turbo 6 Series features a 9,000mAh battery
OnePlus Turbo 6 ও Turbo 6V অপেক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ হয়েছে। উভয় ফোনে 9,000mAh ব্যাটারি আছে। বর্তমানে ওয়ানপ্লাসের যত স্মার্টফোন বাজারে বিক্রি হয়ে, তাদের মধ্যে Turbo 6 সিরিজে সবথেকে শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। OnePlus Turbo 6 মডেলে Snapdragon 8s Gen 4 প্রসেসর আছে। অন্য দিকে, OnePlus Turbo 6V রান করে Snapdragon 7s Gen 4 চিপসেটে। সংস্থার নয়া ফোনদ্বয়ে 16 জিবি পর্যন্ত র্যাম, 165 হার্টজ অব্দি রিফ্রেশ রেট, 80W ফাস্ট চার্জিং, 4K ক্যামেরা, গ্লেসিয়ার কুলিং সিস্টেম, ও সর্বোচ্চ স্তরের জল এবং ধুলো প্রতিরোধী ক্ষমতা রয়েছে।
OnePlus Turbo 6 ও Turbo 6V-এর সামনে 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 1.5K (1,272 x 2,772 পিক্সেল) রেজোলিউশন, 165 হার্টজ রিফ্রেশ রেট (Turbo 6V-তে 144Hz), 1,800 নিট পিক ব্রাইটনেস, এবং 330 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। স্ক্রিনের উপর Oppo Crystal Shield Glass কভার আছে।
ফটোগ্রাফির জন্য, ওয়ানপ্লাস টার্বো 6 এবং টার্বো 6ভি মডেলের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং f/1.88 অ্যাপারচার যুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 20x ডিজিটাল সাপোর্ট সহ 2 মেগাপিক্সেল মনোক্রম ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য দুই ফোনেই 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যায়।
হাই-পারফরম্যান্সের জন্য ফোনগুলি শক্তিশালী প্রসেসর ব্যবহার করেছে। OnePlus Turbo 6 সিরিজ 8 জিবি / 12 জিবি / 16 জিবি র্যাম এবং 256 জিবি /512 জিবি অনবোর্ড স্টোরেজ অপশনে উপলব্ধ। উভয় হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে বিশাল 9,000mAh ব্যাটারি। এটি 80W SuperVOOC ফাস্ট চার্জিং, 27W রিভার্স ওয়্যার্ড চার্জিং, এবং বাইপাস চার্জিং প্রযুক্তির সাথে এসেছে।
চীনে OnePlus Turbo 6V-এর বেস 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,699 ইউয়ান (প্রায় 21,000 টাকা) রাখা হয়েছে। ফোনের 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 1,899 ইউয়ান (প্রায় 24,000 টাকা) এবং 2,199 ইউয়ান (প্রায় 28,000 টাকা)। এটি লাইট চেজার সিলভার, লোন ব্ল্যাক, এবং ওয়াইল্ড গ্রীন কালার অপশনে উপলব্ধ।
অন্য দিকে, OnePlus Turbo 6-এর দাম 2,099 ইউয়ান থেকে শুরু হয়ে 2,599 ইউয়ান পর্যন্ত গিয়েছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় 27,000 টাকা থেকে 37,000 টাকা পর্যন্ত। টপ মডেলে 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ আছে। ফোনটি ফিয়ারলেস ব্লু, লোন ব্ল্যাক, ও নোভা হোয়াইট রঙের বিকল্পে এসেছে। নতুন ফোনগুলি ভারতে Nord সিরিজের অধীনে আসবে বলে মনে করা হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন