Photo Credit: MySmartPrice
কয়েক দিনের মধ্যেই ভারতে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে Oppo। এই দুটি ফোন হল Oppo A1K আর Oppo A5s। বাজেট সেগমেন্টে লঞ্চ হবে Oppo A1K। এই ফোনে থাকবে MediaTek Helio P22 চিপসেট, 2GB RAM আর 4,000 mAh ব্যাটারি। থাকছে Android Pie অপারেটিং সিস্টেম। এর সাথেই বাজারে আসছে Oppo A5s। ইতিমধ্যেই BIS সার্তীফিকেশান ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে।
বাজেট সেগমেন্টে শিঘ্রই ভারতে আসছে Oppo A1K। এই ফোনে থাকবে একটি 6 ইঞ্চি ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে MediaTek Helio P22 চিপসেট, 2GB RAM, 32GB স্টোরেজ আর 4,000 mAh ব্যাটারি।
MySmartPrice ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে দেখা গিয়েছে Oppo A1K ফোনের পিছনে একটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় কোন সেন্সার ব্যবহার হয়েছে জানা যায়নি। একটি মাত্র স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Oppo A1K। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির নিজস্ব ColoeOS 6.0 স্কিন চলবে। Oppo A1K ফোনের ওজন 165 গ্রাম।
অন্যদিকে Oppo A5s ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। ফোনের সামনে থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনে Android Oreo অপারেটিং সিস্টেমের উওপ্রে চলবে ColorOS 5.2 স্কিন। তবে কবে এই দুটি ফোন ভারতে লঞ্চ হবে জানায়নি Oppo। জানা যায়নি Oppo A1K আর Oppo A5s ফোনের দাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন