Oppo A5i Pro 5G এর বিশেষত্ব হল, 6,00mAh ক্ষমতার ব্যাটারি যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Photo Credit: Oppo
Oppo A5i Pro 5G ব্রিজ ব্লু ও মিডনাইট পার্পেল কালারে এসেছে
Oppo A5i Pro একঝাঁক চমকের সঙ্গে আত্মপ্রকাশ করল। এই নতুন মিড-রেঞ্জ স্মার্টফোনে মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স প্রযুক্তি রয়েছে। এটি নিশ্চিত করে যে, ফোন হাত থেকে নিচে পড়লেও সহজে ভাঙবে না অথবা অভ্যন্তরীণ অংশে ক্ষতি হবে না। ডিভাইসটি IP65 সার্টিফায়েড হওয়ার ফলে সম্পূর্ণ ধুলো প্রতিরোধী ও যে কোনও দিক থেকে আগত জলের ছিটে সহ্য করতে পারে। ফোনটির আরেকটি বিশেষত্ব হল, 6,00mAh ক্ষমতার ব্যাটারি যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। নতুন হ্যান্ডসেটটি 50 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপে সঙ্গে এসেছে এবং MediaTek Dimensity 6300 প্রসেসরে রান করে।
Oppo A5i Pro 5G এর সামনে 6.67 ইঞ্চি LCD স্ক্রিন রয়েছে যা 120Hz রিফ্রেশ রেট, 1,000 নিট ব্রাইটনেস, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও HD+ রেজোলিউশন (720x1,604 পিক্সেল) সাপোর্ট করে। ডিসপ্লেটি কর্নিং গরিলা গ্লাস 7i দ্বারা সুরক্ষিত। ফোনটি 6 ন্যানোমিটার প্রসেসে তৈরি মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর দ্বারা চালিত। এটি 8 জিবি পর্যন্ত LPDDR4X র্যাম এবং 256 জিবি পর্যন্ত UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত।
ওপ্পোর নতুন ফোন Android 15 ভিত্তিক ColorOS 15 কাস্টম সফটওয়্যারে চলে। ছবি ও ভিডিও তোলার জন্য, হ্যান্ডসেটটির পিছনের অংশে ডুয়াল ক্যামেরা সেটআপ বর্তমান। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের ও দ্বিতীয়টি 2 মেগাপিক্সেল মনোক্রম সেন্সর। বিভিন্ন স্টাইলে ছবি তোলার জন্য প্রাইমারি ক্যামেরায় একাধিক মোড উপস্থিত। অন্যদিকে, সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
Oppo A5i Pro 5G এর সবথেকে বড় হাইলাইট হল 6,000mAh ব্যাটারি। যারা গেম খেলতে ভালবাসেন বা একটানা ভিডিয়ো দেখতে পছন্দ করেন, তাদের কাছে এমন ফোন আর্শীবাদস্বরূপ। এর সঙ্গে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কারণে অল্প সময়েই ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে। ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে 5G, 4G, Wi-Fi, Bluetooth 5.4, GPS, 3.5 মিমি অডিও জ্যাক, ও USB Type-C পোর্ট রয়েছে। ফোনটির পরিমাপ 165.71×76.24×7.99 মিমি এবং ওজন 194 গ্রাম।
ওপ্পোর নতুন স্মার্টফোনটি মালয়েশিয়াতে লঞ্চ হয়েছে। সেখানে স্মার্টফোনটি দাম 799 মালয়েশিয়ান রিঙ্গিত যা ভারতীয় মুদ্রায় প্রায় 16,600 টাকার সমান। এটি 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজের একটাই ভেরিয়েন্টে প্রকাশ হয়েছে। হ্যান্ডসেটটি ব্রিজ ব্লু ও মিডনাইট পার্পেল কালার অপশনে উপলব্ধ। কোম্পানি ফোনটিকে ভারতে কবে লঞ্চ করবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন