কোম্পানির A সিরিজের লেটেস্ট স্মার্টফোন ভারতে লঞ্চ হতে চলেছে Oppo A7। নতুন এই ফোনে রয়েছে 4,230 mAh ব্যাটারি আর ডুয়াল রিয়ার ক্যামেরা। বৃহস্পতিবার চিনে বিক্রি শুরু হয়েছে Oppo A7।
Oppo A7 এ রয়েছে 4,230 mAh ব্যাটারি আর ডুয়াল রিয়ার ক্যামেরা
কোম্পানির A সিরিজের লেটেস্ট স্মার্টফোন ভারতে লঞ্চ হতে চলেছে Oppo A7। নতুন এই ফোনে রয়েছে 4,230 mAh ব্যাটারি আর ডুয়াল রিয়ার ক্যামেরা। বৃহস্পতিবার চিনে বিক্রি শুরু হয়েছে Oppo A7। Oppo A7 ফোনে রয়েছে ওয়াটার ড্রপ নচ আর ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
চিনে Oppo A7 এর দাম 1,599 ইউয়ান (প্রায় 16,500 টাকা)। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। নেপালে Oppo A7 কিনতে খরচ হবে 35,790 নেপালী রুপি (প্রায় 22,200 টাকা)।
Oppo A7 ফোনে Android Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন। Oppo A7 এ রয়েছে 6.2 ইঞ্চি ফুল ভিউ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 450 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Oppo A7 এ থাকবে 13MP+2MP ডুয়াল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে একটি 16MP ক্যামেরা।
Oppo A7 ফোনের ভিতরে একটি 4,230 mAh ব্যাটারি থাকবে। কানেক্টিভিটির জন্য Oppo A7 এ থাকবে Wi-Fi 802.11 a/b/g/n, Bluetooth 4.2, GPS সাথে A-GPS আর GLONASS।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Rockstar Games Said to Have Granted a Terminally Ill Fan's Wish to Play GTA 6
Oppo K15 Turbo Series Tipped to Feature Built-in Cooling Fans; Oppo K15 Pro Model Said to Get MediaTek Chipset