Photo Credit: Mr. Gizmo
22 নভেম্বর বাজারে লঞ্চ হবে পরবর্তী Oppo স্মার্টফোন। গত সপ্তাহে Oppo A7 এর ছবি সামনে এসেছিল। এবার সামনে এল এই ফোনের স্পেসিফিকেশান। গত সপ্তাহে প্রকাশিত ছবিতে Oppo A7 ফোনটি দেখে Realme 2 ফোনের কথা মনে পড়েবে। মনে হচ্ছে একই ফোন নাম বদলে এবার নতুন ব্র্যান্ডে Oppo A7 নামে বাজারে আসবে।
সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে 22 নভেম্বর চিনে লঞ্চ হবে Oppo A7। চিনে Oppo A7 এর দাম দবে 1,599 ইউয়ান (প্রায় 16,500 টাকা)। এই রিপোর্টে ছবিতে এক ব্যাক্তির হাতে Oppo A7 ফোনটি দেখা গিয়েছে। Oppo A7 ফোনে রয়েছে ওয়াটার ড্রপ নচ, ডুয়াল ক্যামেরা আর ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
Oppo A7 ফোনে Android Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন। Oppo A7 এ রয়েছে 6.2 ইঞ্চি ফুল ভিউ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 450 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ। ছবি তোলার জন্য Oppo A7 এ থাকবে 13MP+2MP ডুয়াল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে একটি 16MP ক্যামেরা। Oppo A7 ফোনের ভিতরে একটি 4,230 mAh ব্যাটারি থাকবে। কানেক্টিভিটির জন্য Oppo A7 এ থাকবে Wi-Fi 802.11 a/b/g/n, Bluetooth 4.2, GPS সাথে A-GPS আর GLONASS।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন