Oppo A7 এ রয়েছে 4,230 mAh ব্যাটারি আর ডুয়াল রিয়ার ক্যামেরা। সম্প্রতি চিন ও নেপালে এই ফোন লঞ্চ করেছিল Oppo। Oppo A7 ফোনে রয়েছে ওয়াটার ড্রপ নচ আর ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
দুটি আলাদা রঙে ভারতে পাওয়া যাবে Oppo A7
ভারতে লঞ্চ হল কোম্পানির A সিরিজের লেটেস্ট স্মার্টফোন Oppo A7। নতুন এই ফোনে রয়েছে 4,230 mAh ব্যাটারি আর ডুয়াল রিয়ার ক্যামেরা। সম্প্রতি চিন ও নেপালে এই ফোন লঞ্চ করেছিল Oppo। Oppo A7 ফোনে রয়েছে ওয়াটার ড্রপ নচ আর ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
আরও পড়ুন: চিন ও নেপালে লঞ্চ হল Oppo A7
4GB RAM+64GB স্টোরেজে Oppo A7 এর দাম 16,990 টাকা। Flipkart ও Amazon থেকে এই ফোন কেনা যাবে। সোমবার টুইট করে ভারতে এই ফোন লঞ্চের কথা ঘোষণা করেছে চিনের কোম্পানিটি। মাত্র 1,888 টাকার নো-কস্ট ইএমআই এর মাধ্যমে এই ফোন কেনা যাবে। দুটি আলাদা রঙে ভারতে পাওয়া যাবে Oppo A7।
Oppo A7 ফোনে Android Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন। Oppo A7 এ রয়েছে 6.2 ইঞ্চি ফুল ভিউ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 450 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Oppo A7 এ থাকবে 13MP+2MP ডুয়াল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে একটি 16MP ক্যামেরা।
Oppo A7 ফোনের ভিতরে একটি 4,230 mAh ব্যাটারি থাকবে। কানেক্টিভিটির জন্য Oppo A7 এ থাকবে Wi-Fi 802.11 a/b/g/n, Bluetooth 4.2, GPS সাথে A-GPS আর GLONASS।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Joto Kando Kolkatatei Now Streaming on Zee 5: Everything You Need to Know About This Bengali Mystery Film Online
Fire Force Season 3 Part 2 Now Streaming on Crunchyroll: Know Everything About This Season Finale