Oppo Ace 2 EVA লিমিটেড এডিশন লঞ্চ হল। আপাতত চিনে এই ফোন লঞ্চ হয়েছে। এই ফোনে রয়েছে Snapdragon 865 চিপসেট। সঙ্গে রয়েছে 12GB RAM ও 256GB স্টোরেজ।
Oppo Ace 2 EVA লিমিটেড এডিশন লঞ্চ হল। আপাতত চিনে এই ফোন লঞ্চ হয়েছে। এই ফোনে রয়েছে Snapdragon 865 চিপসেট। সঙ্গে রয়েছে 12GB RAM ও 256GB স্টোরেজ। চিনে এই ফোনের দাম শুরু হচ্ছে 4,399 ইউয়ান (প্রায় 46,500 টাকা) থেকে। 8GB RAM + 256GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।
Oppo Ace 2 EVA লিমিটেড এডিশনে 6.5 ইঞ্চি FHD+ ডিসপ্লে রয়েছে। এই ফোনে Snapdragon 865 চিপসেট দিয়েছে চিনের কোম্পানিটি। সঙ্গে রয়েছে 12GB RAM ও 256GB UFS 3.0 স্টোরেজ।
![]()
এই ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। অরাইমারি ক্যামেরায় 48 মেগাপিক্সেল সেন্সর থাকছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা ও 2 মেগাপিক্সেল মোনোক্রোম সেন্সর। সেলফি তোলাত জন্য এই ফোনে রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।
Oppo Ace 2 EVA লিমিটেড এডিশনে রয়েছে 4,000 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 65W ফাস্ট চার্জিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Aaromaley OTT Release: When, Where to Watch the Tamil Romantic Comedy Online
Assassin's Creed Mirage, Wo Long: Fallen Dynasty Reportedly Coming to PS Plus Game Catalogue in December
Samsung Galaxy S26 to Miss Camera Upgrades as Company Focuses on Price Control: Report