Oppo F31 সিরিজের তিনটি ফোনের স্পেসিফিকেশন এবং ছবি অনলাইনে ফাঁস হয়েছে। প্রতিটি মডেলে আলাদা ডিজাইন রয়েছে।
Photo Credit: Oppo F31 সিরিজের প্রতিটি মডেলে 7,000mAh ব্যাটারি থাকবে
Oppo F31 সিরিজ পুজোর আগেই ভারতে আসতে চলেছে। সম্প্রতি এই সিরিজের লঞ্চের তারিখ ও বেশ কয়েকটি স্পেসিফিকেশন ফাঁস হয়েছিল। আর এখন ফোনগুলির ডিজাইন প্রকাশ্যে এসেছে। কোম্পানির F সিরিজের অধীনে Oppo F31, Oppo F31 Pro, এবং Oppo F31 Pro+ বাজারে উপলব্ধ হবে বলে জানা গিয়েছে। একটি সূত্র ফোনগুলির কয়েকটি নতুন তথ্য প্রকাশ করেছে। Oppo F31 এবং Oppo F31 Pro চলবে MediaTek Dimensity চিপসেটে। অন্যদিকে, Oppo F31 Pro+ মডেলটিতে Snapdragon 7 Gen 3 প্রসেসর ব্যবহার হতে পারে। চিপসেট আলাদা হলেও ওপ্পোর তিনটি মডেলেই 7,000mAh ব্যাটারি থাকতে পারে।
Oppo F31 সিরিজের ডিজাইন এবং স্পেসিফিকেশন টিপস্টার অভিষেক যাদব সোশ্যাল মিডিয়াতে ফাঁস করেছে। সিরিজের বেস মডেল অর্থাৎ Oppo F31 এর ব্যাক প্যানেলে বর্গাকার আকৃতির ক্যামেরা আইল্যান্ড রয়েছে। এর ক্যামেরা সেন্সরগুলি একটি LED ফ্ল্যাশের সাথে উল্লম্বভাবে সারিবদ্ধ। ফোনটি লাল, বেগুনি এবং নীল রঙে দেখা গিয়েছে। Oppo F31 Pro এর রিয়ার ক্যামেরাও বর্গাকার আইল্যান্ডের মধ্যে অবস্থিত। এটি সোনালী এবং কালো রঙে আসছে।
সিরিজের টপ মডেল Oppo F31 Pro+ বৃত্তাকার রিয়ার ক্যামেরা মডিউল দিয়ে সজ্জিত। এটি সাদা, গোলাপী ও নীল রঙের বিকল্পে দেখানো হয়েছে। Oppo F31 ও F31 Pro মডেল দু'টিতে যথাক্রমে MediaTek Dimensity 7300 এবং Dimensity 6300 প্রসেসর থাকতে পারে। F31 Pro+ ভেরিয়েন্টটি Snapdragon 7 Gen 3 চিপসেট দ্বারা চালিত হওয়ার সম্ভাবনা। এতে 12 জিবি র্যাম ও 256 জিবি অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে।
Oppo F31 সিরিজ সেপ্টেম্বর মাসের 12-14 তারিখের মধ্যে ভারতে লঞ্চ হয়ে যেতে পারে। এতে পূর্বসূরী F29 লাইনআপের তুলনায় খুব বেশি আপগ্রেড চোখে পড়বে না। আসন্ন ফোনগুলি 360 ডিগ্রি আর্মার বডি পেতে পারে, যা ফোনকে স্ক্র্যাচ, শক ও অন্যান্য ক্ষতির হাত থেকে রক্ষা করে। নেটওয়ার্ক পারফরম্যান্স বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। ক্যামেরা সেটআপের স্পেসিফিকেশন সম্পর্কে এখনও বিশেষ কিছু জানা যায়নি।
উল্লেখ্য, পূর্বসূরী Oppo F29 সিরিজ মার্চ 20 ভারতে লঞ্চ হয়েছিল। Oppo F29 এবং F29 Pro উভয় মডেলে 6.7 ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট, 1,200 নিট পর্যন্ত ব্রাইটনেস, ও FHD+ রেজোলিউশন (1,080×2,412 পিক্সেল) সাপোর্ট করে। স্ট্যান্ডার্ড মডেলে Snapdragon 6 Gen 1 চিপ আছে, যেখানে Pro ভেরিয়েন্টে Dimensity 7300 Energy প্রসেসর ব্যবহার করা হয়েছে। দুই ফোনেই 50 মেগাপিক্সেলের সাথে 2 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা ও সামনে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.