Oppo F31 5G সিরিজের প্রতিটি মডেলে IP66, IP68, ও IP69 জলরোধীরেটিং থাকতে পারে। সঙ্গে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7,000mAh ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা দেখা যেতে পারে। 360 ডিগ্রি আর্মার বডি ও আলট্রা স্লিম ডিজাইন এই সিরিজের বড় হাইলাইট হতে পারে।
Oppo F31 সিরিজে ধুলো এবং জলের প্রবেশ আটকাতে IP66+IP68+IP69 রেটিং থাকতে পারে। ফোনগুলি 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে আসতে পারে।
Oppo F31, Oppo F31 Pro, এবং Oppo F31 Pro+ সেপ্টেম্বর মাসের 12-14 তারিখের মধ্যে ভারতে লঞ্চ হয়ে যেতে পারে। এতে 360 ডিগ্রি আর্মার বডি থাকতে পারে, যা ফোনকে স্ক্র্যাচ, শক ও অন্যান্য ক্ষতির হাত থেকে রক্ষা করে। নেটওয়ার্ক পারফরম্যান্সও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে।