উৎসবের মরশুমের ঠিক আগেই দাম কমলো Oppo ফোনের। 1000 টাকা দাম কমলো Oppo F9 ফোনের। এবার 18,990 টাকায় কেনা যাবে নতুন Oppo F9। এছাড়াও নতুন একটি ভেরিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে Oppo A83 (2018)। এবার 2GBRAM আর 16GB স্টোরজ সহ পাওয়া যাবে এই ফোন। বুধবার থেকে কেনা যাবে নতুন স্টোরেজ ভেরিয়েন্টের Oppo A83 (2018)।
এই বছর অগাস্ট মাসে ভারতে লঞ্চ হয়েছিল Oppo F9 আর Oppo F9 Pro। লঞ্চের সময় এই ফোনের দাম ছিল 19,990 টাকা। তবে পাকাপাকিভাবে এই ফোনের দাম কমেছে। Oppo –র তরফ থেকে Gadgets360 কে এই কথা জানানো হয়েছে। ইতিমধ্যেই ভারতে অনলাইনে ও অফলাইনে পাওয়া যায় Oppo F9।
আরও পড়ুন: Oppo F9 Pro বনাম Vivo V11: দাম ও স্পেসিফিকেশান
ডুয়াল সিম Oppo F9 এ Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরেই কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.3 ইঞ্চি 19.5:9 অ্যাসপেক্ট রেশিওর FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে একটি জলের ফোঁটার মতো ছোট নচ দেখা যাবে। Oppo F9 আর Oppo F9 Pro এর ভিতরে থাকবে একটি MediaTek Helio P60 চিপসেট। এর সাথেই থাকবে 4GB RAM আর 64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Oppo F9 এ থাকবে একটি 16MP ও 2MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ ব্যবহার করা হয়েছে। সেলফি তোলার জন্য থাকবে একটি 25MP ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Oppo F9 এ থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক। F9 এ একটি 3500 mAh ব্যাটারি ব্যবহার করেছে Oppo। VOOC ফ্ল্যাশ চার্জের মাধ্যমে জলদি এই ফোন চার্জ করে নেওয়া যাবে।
অন্যদিকে এই বছর এপ্রিল মাসে ভারতে 4GB RAM আর 64GB স্টোরেজ সহ লঞ্চ হয়েছিল Oppo A83 (2018)। এবার 2GB RAM আর 16GB স্টোরেজে পাওয়া যাবে এই ফোন। নতুন এই ভেরিয়েন্টের দাম 8,990 টাকা। অন্যদিকে 4GB RAM ভেরিয়েন্টের দাম 15,990 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন