Oppo Find X9 সিরিজে জিরো ডাউন পেমেন্ট এবং 10 শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার পেতে পারেন।
Photo Credit: Oppo
Oppo Find X9 Pro with Hasselblad teleconverter
Oppo Find X9 সিরিজ চলতি সপ্তাহের শুরুতে ভারতে লঞ্চ হয়েছে। চাইনিজ সংস্থাটি দু'টি ফ্ল্যাগশিপ ফোন এ দেশে এনেছে — Find X9 এবং Find X9 Pro। আজ থেকে ফোনগুলির সেল শুরু হয়েছে। ক্রেতারা 24 মাস পর্যন্ত নো-কস্ট EMI, জিরো ডাউন পেমেন্ট, এবং 10 শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার পেতে পারেন। এছাড়াও, কোম্পানি এক্সচেঞ্জ বোনাস দিচ্ছে। জানিয়ে রাখি, উভয় স্মার্টফোনে MediaTek Dimensity 9500 চিপসেট, Hasselblad টিউনড ট্রিপল ক্যামেরা সিস্টেম, ও Android 16-ভিত্তিক ColorOS 16 রয়েছে। Pro ভেরিয়েন্টে 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। এতে হ্যাসেলব্লাড টেলিকনভার্টার কিট লাগানো যাবে, যা প্রফেশনাল-লেভেলের ছ বি তুলতে সাহায্য করবে।
Oppo Find X9 এর দাম ভারতে 74,999 টাকা (12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ) থেকে শুরু হচ্ছে। 16 জিবি র্যাম এবং 512 জিবি স্টোরেজ ভার্সনের দাম 84,999 টাকা। এটি স্পেস ব্ল্যাক এবং টাইটেনিয়াম গ্রে কালার অপশনে উপলব্ধ। স্মার্টফোনটি Oppo ইন্ডিয়া ই-স্টোর, Flipkart, ও অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাবে।
অন্য দিকে, Find X9 Pro এসেছে 16 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজের একটাই অপশনে এবং দাম রাখা হয়েছে 1,09,999 টাকা। ফোনটি টাইটেনিয়াম চারকোল এবং সিল্ক হোয়াইট রঙে উপলব্ধ। এটি Oppo ইন্ডিয়া ই-স্টোর, Flipkart, ও Amazon, ও অফলাইন রিটেল চ্যানেলের মাধ্যমে বিক্রি হবে। Teleconverter কিট কিনতে 29,999 টাকা খরচ হবে।
ওপ্পো ফাইন্ড এক্স9 প্রো এর সামনে 6.78 ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (2,772 x 1,272 পিক্সেল), 3,600 নিট পিক ব্রাইটনেস, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, HDR10+, ও ডলবি ভিশন সাপোর্ট করে। ফাইন্ড এক্স9 প্রায় একই বৈশিষ্ট্যের ডিসপ্লে পেয়েছে, তবে এর আকার 6.59 ইঞ্চি৷
Find X9 এর পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। Find X9 Pro এর প্রথম দুই ক্যামেরা এক, তবে পেরিস্কোপ টেলিফটো লেন্স 200 মেগাপিক্সেল এবং এটি120x ডিজিটাল জুম সাপোর্ট করে। ফোন দু'টির সামনে যথাক্রমে 32 মেগাপিক্সেল ও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।
Find X9 Pro মডেলে 7,500mAh ব্যাটারি রয়েছে। বেস মডেলের ব্যাটারি 7,025mAh। উভয় ফোনে 80W ওয়্যার্ড, 50W ওয়্যারলেস, ও 10W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে। Oppo Find X9 সিরিজে 16 জিবি র্যাম , IP66 + IP68 + IP69-স্তরের ধুলো ও জলরোধী ক্ষমতা, উন্নত ভ্যাপার চেম্বার (VC) কুলিং সিস্টেম পাওয়া যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন