Oppo Find X9 এখন স্পেস ব্ল্যাক, টাইটেনিয়াম গ্রে, এবং ভেলভেট রেড রঙে উপলব্ধ।
Photo Credit: X/Alvin
Oppo Find X9 Velvet Red colour now available in India
Oppo Find X9 সিরিজ নভেম্বর 18 ভারতে লঞ্চ হয়েছে। এই লাইনআপের অধীনে Find X9 এবং Find X9 Pro দেশের বাজারে এসেছে। স্ট্যান্ডার্ড Find X9 মডেলটি স্পেস ব্ল্যাক ও টাইটেনিয়াম গ্রে কালার অপশনে উপলব্ধ ছিল। কিন্তু এখন হ্যান্ডসেটটির নতুন ভেলভেট রেড রঙ রিলিজ হয়েছে। এটি তিনটি রঙের মধ্যে দেখতে সবচেয়ে আকর্ষণীয়। এই স্মার্টফোনে MediaTek Dimensity 9500 প্রসেসর, Hasselblad এর সহযোগিতায় তৈরি তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা, 50W ওয়্যারলেস চার্জিং, 16 জিবি পর্যন্ত LPDDR5X র্যাম, IP68 + IP69 স্তরের ধুলো ও জলরোধী ক্ষমতার মতো বৈশিষ্ট্য রয়েছে।
ওপ্পো ফাইন্ড এক্স9 ভেলভেট রেড রঙের দাম 74,999 টাকা (12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ) রাখা হয়েছে। স্পেস ব্ল্যাক ও টাইটেনিয়াম গ্রে কালার স্কিমের দামও এক। এটি ডিসেম্বর 8 থেকে সংস্থার অফিসিয়াল ই-স্টোর, ফ্লিপকার্ট, ও অনুমোদিত রিটেল স্টোর থেকে বিক্রি শুরু হবে। লঞ্চ অফার হিসেবে নির্দিষ্ট ব্যাঙ্কের ডিসকাউন্ট ব্যবহার করে 67,499 টাকায় কেনার সুযোগ মিলবে। ডিভাইসটির 16 জিবি র্যাম এবং 512 জিবি স্টোরেজ ভার্সনের দাম 84,999 টাকা।
অন্য দিকে, Find X9 Pro এর দাম ভারতে 1,09,999 টাকা রাখা হয়েছে যা 16 জিবি র্যাম ও 512 জিবি অনবোর্ড স্টোরেজের একটাই কনফিগারেশনে পাওয়া যাবে। এটি সিল্ক হোয়াইট এবং টাইটেনিয়াম চারকোল কালার স্কিমে এসেছে।
Oppo Find X9 এর সামনে 6.59 ইঞ্চি AMOLED ডিসপ্লে আছে যা 1.5K রেজোলিউশন (2,760 x 1,256 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, ডলবি ভিশন, এবং 3,600 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনে Corning Gorilla Glass 7i কভার আছে। ফোনকে জল এবং ধুলো থেকে রক্ষা করতে IP68 + IP69-স্তরের প্রটেকশন আছে। ডিভাইসটি Android 16-ভিত্তিক ColorOS 16 কাস্টম সফটওয়্যারে রান করে।
ফটোগ্রাফির জন্য, ডিভাইসটির পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও f/1.6 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স, ও 3x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ফোনের ক্যামেরা ডলবি ভিশন ফরম্যাটে 120fps-এ 4K ভিডিও রেকর্ড সাপোর্ট করে।
পাওয়ার ব্যাকআপের জন্য 7,025mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটি 80W ওয়্যার্ড, 50W ওয়্যারলেস, ও 10W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে। জানিয়ে রাখি, Oppo Find X9 Pro মডেলে 10x অপটিক্যাল জুম ও 200x ডিজিটাল জুম ক্ষমতাসম্পন্ন হ্যাসেলব্লাড টেলিকনভার্টার কিট লাগানো যাবে। এর মাধ্যমে দূরের বস্তুর ছবি আরও কাছ থেকে ক্যামেরাবন্দি করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Z Flip 8 Tipped to Feature Newly-Launched Exynos 2600 SoC
Vivo V70 Seres, X200T, and X300FE India Launch Timeline and Prices Leaked Online