Photo Credit: Oppo
Oppo ও Hasselblad পার্টনারশিপের ফসল Find X8 সিরিজের হাইপারটোন ক্যামেরা সিস্টেম
Oppo-এর স্মার্টফোনে ফের দেখা যাবে Hasselblad-এর ক্যামেরা। মোবাইল ফটোগ্রাফিতে শ্রেষ্ঠত্বে পৌঁছনোর লক্ষ্যে 2022 সালে জোট বেঁধে যে সম্পর্কের সূচনা হয়েছিল, তা এখন আরও মজবুত হল। চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ডটি সুইডেনের ক্যামেরা এবং ফটোগ্রাফি সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানটির সঙ্গে কৌশলগত সহযোগিতা আরও নিবিড় করেছে। গতকাল, সুইডেনের গোথেনবার্গের একটি বিশেষ অনুষ্ঠানে দুই সংস্থা তাদের অংশীদারি নবায়ন করার ঘোষণা করেছে, যা 2025 সালে সমাপ্ত হওয়ার কথা ছিল। Oppo এবং Hasselblad দীর্ঘদিন ধরে Find লাইনআপের স্মার্টফোনগুলির জন্য বিশ্বমানের ইমেজিং প্রযুক্তি উদ্ভাবনের জন্য একসাথে কাজ করেছে, যার বড় উদাহরণ গত বছর Find X8 সিরিজের হাইপারটোন ক্যামেরা সিস্টেম। দুই সংস্থা এবার পরবর্তী প্রজন্মের মোবাইল ইমেজিং সিস্টেমের বিকাশের জন্য তাদের প্রযুক্তিগত দক্ষতা একত্রিত করবে।
গত চার বছর ধরে, ওপ্পো এবং হ্যাসেলব্লাডের গবেষণা ও উন্নয়ন (R & D) দল পারস্পরিক সহযোগিতায় একাধিক ইমেজিং টুল তৈরি করেছে। পাশাপাশি, ক্যামেরা মডিউল, ইমেজ প্রসেসিং এবং সফটওয়্যারের সমন্বয়ে গঠিত ইমেজিং সিস্টেমের উপর কাজ করেছে, যাতে উচ্চমানের ছবি তোলা সম্ভব হয়। হ্যাসেলব্লাড পোট্রেট মোড তেমনই একটি উদাহরণ, যা 2022 সালে জোট বাঁধার প্রথম বছরেই Oppo Find X5 সিরিজে চালু হয়েছিল। এটি হাইপারটোন ইঞ্জিনকে কাজে লাগিয়ে ক্লাসিক হ্যাসেলব্লাড লেন্সের কায়দায় বোকেহ এফেক্টের সাথে প্রোফেশনাল পোট্রেট ছবি তুলেছিল।
প্রসঙ্গত, 2022 সালে ওপ্পো ও হ্যাসেলব্লাডের প্রাথমিক চুক্তি তিন বছরের জন্য ছিল। স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের ফ্ল্যাগশিপ ফাইন্ড এক্স সিরিজের জন্য অগ্রণী ক্যামেরা প্রযুক্তি বিকাশ করতে চেয়েছিল। সংস্থাটির লক্ষ্য ছিল, হ্যাসেলব্লাডের ঐতিহ্যবাহী নান্দনিকতার সঙ্গে তাদের উন্নত ইমেজিং সিস্টেম মিলিয়ে দেওয়া। অংশীদারিত্ব চলতি বছরই শেষ হওয়ার কথা ছিল, তবে এখন মেয়াদ বাড়ানোর ঘোষণা করা হয়েছে।
ওপ্পোর চিফ প্রোডাক্ট অফিসার পিট লাউ প্রেস বিবৃতিতে বলেছেন, "হ্যাসেলব্লাডের সাথে জোট উদ্ভাবনের প্রতি তাদের যৌথ আবেগ এবং চূড়ান্ত ইমেজিং অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতির উপর নির্মিত। আমাদের কৌশলগত সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে, মোবাইল ইমেজিংয়ের সীমানা আরও বাড়িয়ে দেব আমরা।"
Oppo এবং Hasselblad যৌথভাবে নেক্সট জেনারেশন মোবাইল ইমেজিং সিস্টেম তৈরি করবে। চাইনিজ ব্র্যান্ডটি দাবি করেছে যে, তাদের নতুন প্রযুক্তি মোবাইল ইমেজিং সিস্টেমের ক্ষেত্রে একটি নতুন বেঞ্চমার্ক স্থাপন করবে। এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য চলতি বছরের শেষের দিকে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
এদিকে, Oppo Reno 14 ও Reno 14 Pro এই মাসের শুরুতে ভারতে লঞ্চ হয়েছে। উভয় মডেলই 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাথে এসেছে। Reno 14 Pro 5G ভেরিয়েন্টে MediaTek Dimensity 8450 প্রসেসর ও 6,20mAh ব্যাটারি আছে। বেস মডেলটি MediaTek Dimensity 8350 চিপসেট ও 6,000mAh ব্যাটারি অফার করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন