Oppo K13s একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা অফার করে।
Photo Credit: Oppo
Oppo K13s স্মার্টফোনের মুখ্য আকর্ষণ 7,000mAh ব্যাটারি
Oppo K13s চাইনিজ মার্কেটে 7,000mAh ব্যাটারি ও 80W SuperVOOC ফ্ল্যাশ চার্জ সাপোর্টের সঙ্গে লঞ্চ হয়েছে। এটি মিড-রেঞ্জে বেশ কিছু আকর্ষণীয় ফিচার্স নিয়ে এসেছে। এতে অক্টা-কোর Snapdragon 7 Gen 3 প্রসেসর ব্যবহার করেছে কোম্পানি। স্মার্টফোনটির নীল এবং সাদা রঙের বিকল্পে এসেছে। ব্লু কালার ভেরিয়েন্ট 7.7 মিলিমিটার পাতলা। ফোনটির সামনে BOE-এর তৈরি FHD+ রেজোলিউশনের AMOLED ডিসপ্লে দেওয়া আছে। Oppo K13s একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সিস্টেম পেয়েছে। ওপ্পোর নতুন হ্যান্ডসেটটি চীনের বাইরে অন্য নামে লঞ্চ হতে পারে।
চীনে Oppo K13s এর দাম 1,499 ইউয়ান থেকে শুরু যা ভারতীয় মুদ্রায় প্রায় 18,500 টাকার সমান। এটি 8 জিবি র্যাম + 256 জিবি অনবোর্ড স্টোরেজ ভেরিয়েন্টের দাম। ফোনটির টপ এন্ড 12 জিবি র্যাম + 256 জিবি অনবোর্ড স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য 1,599 ইউয়ান রাখা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 20,000 টাকা। হ্যান্ডসেটটি দু'টি রঙে উপলব্ধ — এনার্জি ব্লু ও সুপার হোয়াইট (চাইনিজ থেকে অনুবাদিত)। এটি এখন চীনে ওপ্পোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাচ্ছে।
প্রথমেই ক্যামেরা ডিপার্টমেন্টে আসা যাক। Oppo K13s ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে। এতে f/1.8 অ্যাপারচার, 27 মিমি ফোকাল দৈর্ঘ্য, ও অটোফোকাস সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। সেলফি এবং ভিডিও কলের জন্য f/2.4 অ্যাপারচার সহ 32 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা আছে। রিয়ার ক্যামেরা 30 ফ্রেম প্রতি সেকেন্ডে 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সঙ্গে মাল্টি-ভিউ ভিডিও রেকর্ডিং সাপোর্ট আছে।
ওপ্পো কে13এস এর সামনে 6.57 ইঞ্চি BOE অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, FHD+ রেজোলিউশন (1,280x2,800 পিক্সেল), 600 নিট টিপিক্যাল ব্রাইটনেস, 453 পিপিআই পিক্সেল ডেনসিটি, এবং 1.07 বিলিয়ন কালার সাপোর্ট করে। Snapdragon 7 Gen 3 প্রসেসর চালিত এই স্মার্টফোন 12 জিবি LPDDR4X র্যাম এবং 256 জিবি UFS 3.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। গ্রাফিক্সের জন্য Adreno 7 সিরিজের জিপিইউ আছে।
নিরাপত্তার জন্য Oppo-র নতুন হ্যান্ডসেটে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। কানেক্টিভিটির জন্য, Wi-Fi 6 এবং Bluetooth 5.4 সমর্থন করে। এতে 80W SuperVOOC ফ্ল্যাশ চার্জ সাপোর্ট সহ 7,000mAh ব্যাটারি দিয়েছে কোম্পানি। ডিভাইসটির অনবোর্ড সেন্সরগুলির তালিকায় প্রক্সিমিটি সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, ই-কম্পাস, ও অ্যাক্সিলোমিটার অন্তর্ভুক্ত রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Supernova’s First Moments Show Olive-Shaped Blast in Groundbreaking Observations