কয়েক মাস আগে AMOLED ডিসপ্লে আর ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সহ লঞ্চ হয়েছিল Oppo K1। এই ফোনে ছিল Snapdragon 660 চিপসেট। এবার ভারতে সেই ফোনের উত্তরসূরী লঞ্চ হতে চলেছে। Oppo K3 ফোনে থাকবে Snapdragon 710 চিপসেট। এছাড়াও থাকবে 20W VOOC3.0 ফাস্ট চার্জিং। একাধিক RAM ও কালার অপশানে পাওয়া যাবে এই ফোন।
সম্প্রতি চিনের এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে Oppo K3 ফোনের স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। Oppo K3 ফোনে থাকবে 6.5 ইঞ্চি ডিসপ্লে। এই ফোনে AMOLED ডিসপ্লে ব্যবহার করতে পারে Oppo। থাকছে Snapdragon 710 চিপসেট। Oppo K1 ফোনে ছিল Snapdragon 660 চিপসেট।
দুটি মেমোরি ভেরিয়েন্টে পাওয়া যাবে Oppo K3। 6GB RAM আরে 8GB RAM ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। সাথে থাকছে 128GB স্টোরেজ। এই ফোনে থাকছে একটি 16 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। Oppo Reno ফোনেও একই ক্যামেরা ববহার হয়েছিল। সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার।
Oppo K3 ফোনের ভিতরে থাকবে একটি 3,680 mAh ব্যাটারি। সাথে থাকবে 20W VOOC 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট। USB Type-C পোর্টে চার্জ হবে এই ফোন। আর থাকছে 3.5 মিমি হেডফোন জ্যাক। Oppo K3 এর ওজন 191 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন