Oppo Reno 14 5G Diwali Edition ভারতের প্রথম হিট-সেন্সিটিভ কালার-চেঞ্জিং প্রযুক্তির স্মার্টফোন।
Photo Credit: Oppo
Oppo Reno 14 5G Diwali Edition-এর ব্যাক প্যানেল শরীরের উষ্ণতার সাথে কালো থেকে সোনালীতে বদলে যায়
Oppo Reno 14 5G Diwali Edition ভারতে লঞ্চ হল। আসন্ন দীপাবলি উপলক্ষে আগত এই স্পেশাল এডিশন স্মার্টফোনের মুখ্য আকর্ষণ হল ডিজাইন। এই বিশেষ সংস্করণে সাংস্কৃতিক শিল্পকলা ফুটে উঠেছে। ফোনের পিঠে মান্ডালা ও ময়ূর থেকে অনুপ্রেরিত নকশা আছে, যা সমৃদ্ধি ও সম্প্রীতির চিহ্নিত করে। এর সঙ্গে দীপাবলির আলোর প্রতীক হিসেবে প্রদীপের শিখার মতো নকশা রয়েছে। সৌন্দর্যের পাশাপাশি প্রযুক্তির দিক থেকেও বড় চমক নিয়ে এসেছে Oppo Reno 14 5G Diwali Edition। এটি ভারতের প্রথম হিট-সেন্সিটিভ কালার-চেঞ্জিং প্রযুক্তি সহ স্মার্টফোন। সহজ ভাষায়, এতে তাপ-সংবেদনশীল রঙ-পরিবর্তনকারী ব্যাক প্যানেল রয়েছে, যা শরীরের উষ্ণতার সাথে সাথে কালো থেকে সোনালীতে রূপান্তরিত হয়।
ওপ্পো দাবি করেছে, Oppo Reno 14 5G Diwali Edition দেশের ভারতের প্রথম হিট-সেন্সিটিভ বা তাপ-সংবেদনশীল রঙ পরিবর্তনকারী স্মার্টফোন। ব্যবহারকারীর শরীরের তাপমাত্রার উপর নির্ভর করে এর গ্লোশিফ্ট টেকনোলজি ফোনের ব্যাক প্যানেল কালো থেকে উজ্জ্বল সোনালি রঙে বদলে দেয়। 28℃-এর নিচে ফোনটির ব্যাক প্যানেল কালো রঙের থাকবে। 29 থেকে 34℃-এর মধ্যে উঠলেই রঙ ধীরে ধীরে পরিবর্তন হবে। 35℃-এর উপরে গেলেই উজ্জ্বল সোনালি রঙে বদলে যাবে। এই প্রভাব কমপক্ষে 10,000 বার ঘটবে। ফলে বহু বছর ধরে বৈশিষ্ট্যটি কাজ করবে।
Oppo Reno 14 5G দিওয়ালি এডিশনের 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 39,999 টাকা। সংস্থা লঞ্চ অফার হিসেবে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট (3,999 টাকা), 6 মাস পর্যন্ত নো-কস্ট EMI, এবং 3,000 টাকা এক্সচেঞ্জ বোনাস দিচ্ছে। এটি Oppo স্টোর, Flipkart, Amazon এবং রিটেল স্টোরে পাওয়া যাবে।
স্পেসিফিকেশন ও ফিচার্সের কথা বললে, ডিজাইন ও রং পরিবর্তনকারী প্রযুক্তি ছাড়া সাধারণ মডেল ও দিওয়ালি এডিশনের মধ্যে কোনও পার্থক্য নেই। Oppo Reno 14 5G স্মার্টফোনে 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1,200 নিট পিক ব্রাইটনেস, ও Corning Gorilla Glas 7i প্রটেকশন সহ 6.57 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। Dimensity 8350 প্রসেসর চালিত এই স্মার্টফোনে Android 15-নির্ভর ColorOS 15 কাস্টম স্কিন আছে।
Oppo Reno 14 5G ট্রিপল রিয়ার ক্যামেরা পেয়েছে। এতে f/1.8 অ্যাপারচার ও OIS সহ 50 মেগাপিক্সেলের Sony প্রাইমারি ক্যামেরা, f/2.2 অ্যাপারচার সহ 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 50 মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা (f/2.8) অ্যাপারচার আছে। সেলফি ও ভিডিও কলের জন্য f/2.0 অ্যাপারচার সহ 32 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা আছে। ফোনটির 6,000mAh ব্যাটারি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Scientists Unveil Screen That Produces Touchable 3D Images Using Light-Activated Pixels
SpaceX Expands Starlink Network With 29-Satellite Falcon 9 Launch
Nancy Grace Roman Space Telescope Fully Assembled, Launch Planned for 2026–2027
Hell’s Paradise Season 2 OTT Release Date: When and Where to Watch it Online?