টাচ করলেই পাল্টাবে ডিজাইন! অবিশ্বাস্য ফিচার নিয়ে হাজির Oppo Reno 14 5G Diwali Edition

Oppo Reno 14 5G Diwali Edition ভারতের প্রথম হিট-সেন্সিটিভ কালার-চেঞ্জিং প্রযুক্তির স্মার্টফোন।

টাচ করলেই পাল্টাবে ডিজাইন! অবিশ্বাস্য ফিচার নিয়ে হাজির Oppo Reno 14 5G Diwali Edition

Photo Credit: Oppo

Oppo Reno 14 5G Diwali Edition-এর ব্যাক প্যানেল শরীরের উষ্ণতার সাথে কালো থেকে সোনালীতে বদলে যায়

হাইলাইট
  • Oppo Reno 14 5G হিট-সেন্সিটিভ কালার-চেঞ্জিং প্রযুক্তির সঙ্গে এসেছে
  • এটি শরীরের উষ্ণতার সাথে কালো থেকে সোনালীতে রূপান্তরিত হয়
  • ফোনটির অন্যান্য ফিচার্স স্ট্যান্ডার্ড মডেলের মতো
বিজ্ঞাপন

Oppo Reno 14 5G Diwali Edition ভারতে লঞ্চ হল। আসন্ন দীপাবলি উপলক্ষে আগত এই স্পেশাল এডিশন স্মার্টফোনের মুখ্য আকর্ষণ হল ডিজাইন। এই বিশেষ সংস্করণে সাংস্কৃতিক শিল্পকলা ফুটে উঠেছে। ফোনের পিঠে মান্ডালা ও ময়ূর থেকে অনুপ্রেরিত নকশা আছে, যা সমৃদ্ধি ও সম্প্রীতির চিহ্নিত করে। এর সঙ্গে দীপাবলির আলোর প্রতীক হিসেবে প্রদীপের শিখার মতো নকশা রয়েছে। সৌন্দর্যের পাশাপাশি প্রযুক্তির দিক থেকেও বড় চমক নিয়ে এসেছে Oppo Reno 14 5G Diwali Edition। এটি ভারতের প্রথম হিট-সেন্সিটিভ কালার-চেঞ্জিং প্রযুক্তি সহ স্মার্টফোন। সহজ ভাষায়, এতে তাপ-সংবেদনশীল রঙ-পরিবর্তনকারী ব্যাক প্যানেল রয়েছে, যা শরীরের উষ্ণতার সাথে সাথে কালো থেকে সোনালীতে রূপান্তরিত হয়।

Oppo Reno 14 5G Diwali Edition বিশেষত্ব

ওপ্পো দাবি করেছে, Oppo Reno 14 5G Diwali Edition দেশের ভারতের প্রথম হিট-সেন্সিটিভ বা তাপ-সংবেদনশীল রঙ পরিবর্তনকারী স্মার্টফোন। ব্যবহারকারীর শরীরের তাপমাত্রার উপর নির্ভর করে এর গ্লোশিফ্ট টেকনোলজি ফোনের ব্যাক প্যানেল কালো থেকে উজ্জ্বল সোনালি রঙে বদলে দেয়। 28℃-এর নিচে ফোনটির ব্যাক প্যানেল কালো রঙের থাকবে। 29 থেকে 34℃-এর মধ্যে উঠলেই রঙ ধীরে ধীরে পরিবর্তন হবে। 35℃-এর উপরে গেলেই উজ্জ্বল সোনালি রঙে বদলে যাবে। এই প্রভাব কমপক্ষে 10,000 বার ঘটবে। ফলে বহু বছর ধরে বৈশিষ্ট্যটি কাজ করবে।

Oppo Reno 14 5G Diwali Edition দাম, ফিচার্স

Oppo Reno 14 5G দিওয়ালি এডিশনের 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 39,999 টাকা। সংস্থা লঞ্চ অফার হিসেবে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট (3,999 টাকা), 6 মাস পর্যন্ত নো-কস্ট EMI, এবং 3,000 টাকা এক্সচেঞ্জ বোনাস দিচ্ছে। এটি Oppo স্টোর, Flipkart, Amazon এবং রিটেল স্টোরে পাওয়া যাবে।

স্পেসিফিকেশন ও ফিচার্সের কথা বললে, ডিজাইন ও রং পরিবর্তনকারী প্রযুক্তি ছাড়া সাধারণ মডেল ও দিওয়ালি এডিশনের মধ্যে কোনও পার্থক্য নেই। Oppo Reno 14 5G স্মার্টফোনে 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1,200 নিট পিক ব্রাইটনেস, ও Corning Gorilla Glas 7i প্রটেকশন সহ 6.57 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। Dimensity 8350 প্রসেসর চালিত এই স্মার্টফোনে Android 15-নির্ভর ColorOS 15 কাস্টম স্কিন আছে।

Oppo Reno 14 5G ট্রিপল রিয়ার ক্যামেরা পেয়েছে। এতে f/1.8 অ্যাপারচার ও OIS সহ 50 মেগাপিক্সেলের Sony প্রাইমারি ক্যামেরা, f/2.2 অ্যাপারচার সহ 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 50 মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা (f/2.8) অ্যাপারচার আছে। সেলফি ও ভিডিও কলের জন্য f/2.0 অ্যাপারচার সহ 32 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা আছে। ফোনটির 6,000mAh ব্যাটারি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দিওয়ালি সেলে 15,500 টাকা ডিসকাউন্ট, Realme GT 7 Pro এত সস্তা আর হবে না!
  2. OnePlus Ace 6 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, বড় চমক হতে পারে 7,800mAh ব্যাটারি
  3. 23 অক্টোবর লঞ্চ হবে Redmi K90 Pro Max, জিন্সের মতো ডিজাইন ও Bose-এর সাউন্ডে মাতাবে বাজার
  4. OnePlus 15 ঝড় তুলতে লঞ্চ হচ্ছে 27 অক্টোবর, এই বছরের সেরা স্মার্টফোন?
  5. 1 টাকায় 30 দিন আনলিমিটেড কল ও ডেটা, দিওয়ালি অফার এনে হইচই ফেলল এই সংস্থা
  6. Oppo Find X9 ও Find X9 Pro বাজার কাঁপিয়ে 200MP ক্যামেরা ও 7500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  7. এক বছর আগের Samsung ফোনের দাম 16,000 টাকা কমল, পুরনো হলেও বিশাল ক্রেজ
  8. 200MP ক্যামেরা সহ ভারতে লঞ্চ হবে Redmi Note 15 সিরিজ, দাম প্রকাশ্যে
  9. 50MP সেলফি ক্যামেরার Oppo ফোনে রেকর্ড ডিসকাউন্ট, দাম একলাফে 14,000 টাকা কমল
  10. ফ্ল্যাগশিপ কিলার Redmi K90 ও K90 Pro Max লঞ্চ হচ্ছে অক্টোবরে, দাম নিয়ে বিরাট আপডেট
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »