Oppo Reno 15 Pro মডেলটিতে প্রাই একইরকম স্পেসিফিকেশন থাকবে, যেগুলো স্ট্যান্ডার্ড Reno 15 অফার করবে।
Oppo Reno 14 Series Launched In July 2025
ফ্ল্যাগশিপ Oppo Find X9 ও Find X9 Pro লঞ্চের রেশ না কাটতেই সামনের মাসে বাজারে আসছে Oppo Reno 15 সিরিজ। সংস্থা এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি। তবে রিপোর্ট বলছে, স্ট্যান্ডার্ড Reno 15 ও Reno 15 Pro-এর পাশাপাশি নভেম্বরে Reno 15 Pro Max নামে একটি নতুন মডেল লঞ্চ হতে পারে। স্মার্টফোনটি Samsung-এর তৈরি 200 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর এবং 120 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত OLED ডিসপ্লের সঙ্গে আসবে বলে জানা গেছে। এবার Oppo Reno 15 ও Reno 15 Pro এর স্পেসিফিকেশন সামনে এসেছে। এই ফোন দু'টিও 200 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে সজ্জিত থাকবে।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, Oppo Reno 15 মডেলে MediaTek Dimensity 8450 প্রসেসর থাকতে পারে। এটি 16 জিবি পর্যন্ত র্যাম ও 512 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত থাকবে। ডিভাইসটির সামনের দিকে 6.32 ইঞ্চি ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হবে, যা 1.5K রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটিতে মেটাল ফ্রেম থাকবে।
ফটোগ্রাফির জন্য, ওপ্পো রেনো 15-এর পিছনে তিনটি ক্যামেরা থাকবে — অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 200 মেগাপিক্সেল Samsung HP5 প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স, ও 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য, 50 মেগাপিক্সেলের একটাই ক্যামেরা মিলবে। জল ও ধুলো থেকে ফোনকে রক্ষার জন্য IP68 এবং IP69 সার্টিফায়েড ফ্রেম থাকবে।
Oppo Reno 15 Pro মডেলটিতে প্রাই একইরকম স্পেসিফিকেশন থাকবে, যেগুলো স্ট্যান্ডার্ড Reno 15 অফার করবে। ফ্রেম, ক্যামেরা, IP রেটিং, ডিসপ্লে স্পেসিফিকেশনে পরিবর্তন থাকার সম্ভাবনা কম। তবে এর স্ক্রিন আরও বড় (6.78 ইঞ্চি) হবে। এছাড়াও, বেস ভেরিয়েন্টের তুলনায় আরও প্রো ভার্সনে পাওয়ারফুল ব্যাটারি এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। যদিও মনে রাখবেন, এই নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না৷ সমস্ত কিছুই অনলাইনে ফাঁস হওয়া তথ্য।
প্রসঙ্গত, Oppo Find X9 এবং Find X9 Pro চীনে গত বৃহস্পতিবার লঞ্চ হয়েছে। উভয় স্মার্টফোনে ফ্ল্যাগশিপ MediaTek Dimensity 9500 প্রসেসর, Android 16 ভিত্তিক ColorOS 16 কাস্টম স্কিন, Hasselblad-টিউনড ট্রিপল ক্যামেরা সেটআপ, এবং IP66 + IP68 + IP69 ধুলো ও জল প্রতিরোধী রেটিং আছে। Pro ভেরিয়েন্টে 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা উপলব্ধ। বেস এবং প্রো মডেলের সামনে যথাক্রমে 32 মেগাপিক্সেল ও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Google Says Its Willow Chip Hit Major Quantum Computing Milestone, Solves Algorithm 13,000X Faster
Garmin Venu X1 With 2-Inch AMOLED Display, Up to Eight Days of Battery Life Launched in India