2015 থেকে 2017 সালের মধ্যে ভারতের স্মার্টফোন গ্রাহকরা প্রথম 4G স্মার্টফোন কিনেছিলেন। এই গ্রাহকদের ফোন বেশ পুরনো হয়ে যাওয়ার 2019 সালে বেশি পরিমানে স্মার্টফোন বিক্রি হবে।
বিশ্বের অন্যতম বড় স্মার্টফোন বাজার ভারত। ফিচার ফোনেও ভারতে রয়েছে এক বিশাল বাজার। সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়েছে 2019 সালে ভারতে মোট 30 কোটি মোবাইল ফোন বিক্রি হবে।
2019 সালেও ভারতে এক নম্বর জায়গা ধরে রাখবে Xiaomi। সম্প্রতি techARC এ প্রকাশিত এক সমীক্ষা রিপোর্টে এই কথা জানানো হয়েছে।
আরও পড়ুন: ছোট্ট নচ, ডুয়াল ক্যামেরা সহ ডিসেম্বরে আসছে Xiaomi Play
এই রিপোর্টে জানানো হয়েছে 2019 সালে ভারতে প্রায় 15 কোটি স্মার্টফোন আর 5.5 কোটি স্মার্ট ফিচার ফোন ভিক্রি হবে। বাকি 9.8 কোটি ফিচার ফোন বিক্রি হবে ভারতে।
2015 থেকে 2017 সালের মধ্যে ভারতের স্মার্টফোন গ্রাহকরা প্রথম 4G স্মার্টফোন কিনেছিলেন। এই গ্রাহকদের ফোন বেশ পুরনো হয়ে যাওয়ার 2019 সালে বেশি পরিমানে স্মার্টফোন বিক্রি হবে।
আরও পড়ুন: দুটি নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করে কামব্যাক করল Micromax: দাম ও স্পেসিফিকেশান
2019 সালে ভারতে Xiaomi কে টক্কড় দেবে OnePlus, Google, Nokia, Honor, Asus ও Realme এর মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলি। এছাড়াও অফলাইন স্মার্টফোনের বাজার মাতিয়ে রাখবে Samsung, Oppo, Vivo আর Huawei।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
iPhone 17e With 6.1-Inch Display and Dynamic Island to Enter Mass Production Soon, Tipster Claims