Geekbench ওয়েবসাইটে Poco F1 Lite ফোনে Snapdragon 660 চিপসেট দেখা গিয়েছে। Poco F1 Lite ফোনে থাকছে 1.61 GHz প্রসেসার। থাকছে Android 9 Pie অপারেটিং সিস্টেম আর 4GB RAM। 14 মার্চ এই তথ্য আপলোড হয়েছে।
Poco F1 Lite ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে
গত বছর অবিশ্বাস্য দামে ফ্ল্যাগশিপ চিপসেট ব্যবহার করে টেক প্রেমীদের নজর কেড়েছিল Poco F1। এবার সামনে এল Poco F1 Lite। নতুন এই ফোনে থাকছে মিডরেঞ্জ চিপসেট। সম্প্রতি বেঞ্চমার্কিং ওয়েবসাইট Geekbench এ Poco F1 Lite ফোনে Qualcomm Snapdragon 660 চিপসেট দেখা গিয়েছে। গত বছর লঞ্চ হওয়া Poco F1 ফোনে ছিল Snapdragon 845 চিপসেট। ইতিমধ্যেই Poco F1 এ পৌঁছেছে Android Pie আপডেট। কবে নতুন Poco F1 Lite লঞ্চ হবে তা জানা যায়নি।
Geekbench ওয়েবসাইটে Poco F1 Lite ফোনে Snapdragon 660 চিপসেট দেখা গিয়েছে। SlashLeaks ওয়েবসাইটে প্রথম এই খবর প্রকাশিত হয়। Poco F1 Lite ফোনে থাকছে 1.61 GHz প্রসেসার। থাকছে Android 9 Pie অপারেটিং সিস্টেম আর 4GB RAM। 14 মার্চ এই তথ্য আপলোড হয়েছে।
গত বছর দ্রুত গতির স্মার্টফোনের প্রতিশ্রুতি ফিয়ে Poco সাব-বত্যান্ড লঞ্চ করেছিল Xiaomi। এই ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন Poco F1 এ ছিল ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন। এই ফোনে ব্যবহার হয়েছিল 8GB পর্যন্ত RAM, 256GB পর্যন্ত স্টোরেজ আর 4,000 mAh ব্যাটারি। Quick Charge 3 ফাস্ট চার্জিং এর মাধ্যমে জলদি এই ফোনের ব্যাটারি চার্জ হয়ে যাবে।
লঞ্চের পরে একাধিক আপডেটে Poco F1 ফোনের ক্যামেরায় একাধিক নতুন ফিচার যোগ হয়েছে। শেষ আপডেটে এই ফোনে 60 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে 4K ভিডিও রেকর্ডিং ফিচার নিয়ে এসেছে Xiaomi।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Realme 16 Pro+ 5G Chipset, Display and Other Features Confirmed Ahead of January 6 India Launch
OnePlus Turbo 6, Turbo 6V Price Range Leaked; RAM and Storage Configurations Officially Revealed