জুন মাসে 6GB RAM + 64GB স্টোরেজে Poco F1 এর দাম কমে হয়েছিল 17,999 টাকা। এবার সস্তা হল এই ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট।
2018 সালের অগাস্ট মাসে লঞ্চ হয়েছিল Poco F1
ভারতে Poco F1 এর দাম আরও কমালো Xiaomi। সোমবার ভারতে কোম্পানির প্রধান মনু কুমার জৈন সোমবার ট্যুইটারে Poco F1 সস্তা হওয়ার ঘোষনা করেছেন। তবে কোন সাময়িক অফার নয়, কোম্পানি Gadgets 360 কে জানিয়েছে পাকাপাকি ভাবে Poco F1 এর দাম কমেছে। জুন মাসে 6GB RAM + 64GB স্টোরেজে Poco F1 এর দাম কমে হয়েছিল 17,999 টাকা। এবার সস্তা হল এই ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট।
Poco F1 এর দাম
মাত্র 18,999 টাকায় পাওয়া যাচ্ছে 128GB স্টোরেজের Poco F1। 256GB স্টোরেজে এই ফোন কেনার খরচ 22,999 টাকা। তবে বেস ভেরিয়েন্টে এই ফোনের দাম কমেনি। 64GB ভেরিয়েন্টে Poco F1 কিনতে 17,999 টাকা খরচ হবে।
Poco F1 স্পেসিফিকেশন
ডুয়াল সিম Poco F1 এ Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। Poco F1 এর ভিতরে রয়েছে Snapdragon 845 চিপসেট। এর সাথেই রয়েছে 6GB/8GB RAM আর 64GB, 128GB আর 256GB ইন্টারনাল স্টোরেজ।
ছবি তোলার জন্য Poco F1 এ থাকবে একটি 12 মেগাপিক্সেল Sony IMX363 সেন্সার। এর সাথেই এই ফোনের পিছনে রয়েছে একটি 5 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। Poco F1 এর সামনে রয়েছে একটি 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফেস আনলক ফিচার সহ লঞ্চ হয়েছিল Poco F1।
কানেক্টিভিটির জন্য Poco F1 এ থাকবে 4G+, VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, USB Type-C, 3.5 মিমি হেডফোন জ্যাক। Poco F1 এর ভিতরে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। Quick Charge 3 এর সাহায্যে খুব সহজেই এই ফোনের ব্যটারি চার্জ করে নেওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Infinix Note 60, Note 60 Edge, Note 60 Pro Reportedly Spotted on SDPPI Certification Site; Specifications Revealed on Geekbench
Motorola Edge 70 India Launch Date Announced; Confirmed to Feature Triple 50-Megapixel Camera Setup