Poco F7 জুনেই ভারতে লঞ্চ হচ্ছে, ব্যাটারি এত শক্তিশালী যে চার্জ দিতেই ভুলে যাবেন!

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 5 জুন 2025 15:50 IST
হাইলাইট
  • Poco F7 জুনেই ভারত ও গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে
  • Poco F7 এর ভারতীয় ভেরিয়েন্টে বিশাল 7,550mAh ব্যাটারি থাকবে
  • ফোনে 16GB পর্যন্ত RAM এবং সর্বাধিক 512GB স্টোরেজ থাকতে পারে

Poco F7 Ultra ও Pro ভেরিয়েন্টের পর স্ট্যান্ডার্ড Poco F7 আসছে

Photo Credit: Poco

Poco F7 সিরিজ বেশ কিছু দেশে গত মার্চে লঞ্চ হয়েছে। এই লাইনআপে প্রথমে Pro এবং Ultra ভেরিয়েন্ট দুটি আত্মপ্রকাশ করেছে। এবার পালা স্ট্যান্ডার্ড Poco F7 মডেলটির। এটি জুনের শেষের দিকে গ্লোবাল মার্কেটে আসার সম্ভাবনা রয়েছে। সংস্থার তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা না হলেও একটি প্রতিবেদন থেকে ডিভাইসটির লঞ্চের তারিখ ফাঁস হয়েছে। ওই সূত্রের দাবি, বিশ্ববাজারের পাশাপাশি একই দিনে ভারতে মুক্তি পেতে পারে পোকোর নতুন ফ্ল্যাগশিপ কিলার। স্মার্টফোনটির স্পেসিফিকেশন ও  ফিচার্সও প্রকাশ্যে এসেছে। স্ট্যান্ডার্ড Poco F7 এর গ্লোবাল এবং ভারতীয় ভার্সনের মধ্যে মূল পার্থক্য হতে পারে ব্যাটারি।

Poco F7 লঞ্চের তারিখ ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)

স্মার্টপ্রিক্সের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, Poco F7 এর গ্লোবাল ভেরিয়েন্ট জুনের তৃতীয় সপ্তাহে, সম্ভবত 17 অথবা 19 তারিখে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, ফোনটি একই দিনে ভারতেও প্রবেশ করতে পারে। স্পেসিফিকেশনের নিরিখে, Poco F7 চীনে লঞ্চ হওয়া Redmi Turbo 4 Pro এর মতোই হবে বলে জানা গিয়েছে। এতে Snapdragon 8s Gen 4 প্রসেসর, 16GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ থাকবে বলে আশা করা হচ্ছে। হ্যান্ডসেটটি সম্ভবত Android 15-নির্ভর HyperOS 2.0 সফটওয়্যারে রান করবে।

ইন্ডিয়ান হোক বা গ্লোবাল, Poco F7 এর সকল ভেরিয়েন্টে 6.83-ইঞ্চি 1.5K ফ্ল্যাট LTPS OLED ডিসপ্লে থাকবে যা 120Hz রিফ্রেশ রেট অফার করবে। ধুলো এবং জল থেকে রক্ষার জন্য IP68+IP69 রেটিং থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনটির মাঝখানের ফ্রেমটি মেটাল দিয়ে তৈরি হতে পারে। পোকোর অন্যান্য মডেলের মতো এতেও ইনফ্রারেড বা IR ব্লাস্টার দেখা যাবে।

ফটোগ্রাফির জন্য, Poco F7 ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা থাকার সম্ভাবনা, যার মধ্যে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর থাকবে। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটি 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অফার করবে। Poco F7 এর ভারতীয় ভেরিয়েন্টে বিশাল 7,550mAh ব্যাটারি থাকার কথা বলা হচ্ছে, যেখানে গ্লোবাল ভেরিয়েন্টে 6,550mAh ব্যাটারির চেয়ে ছোট ব্যাটারি থাকবে। দুটি মডেলেই 90W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, মার্চ মাসে লঞ্চ হওয়া Poco F7 Pro এবং Poco F7 Ultra যথাক্রমে Snapdragon 8 Gen 3 এবং Snapdragon 8 Elite প্রসেসর দ্বারা পরিচালিত। Pro মডেলে 5,300mAh ব্যাটারি রয়েছে, যেখানে Poco F7 Pro অফার করে আরও পাওয়ারফুল 6,000mAh ব্যাটারি। এছাড়া, উভয় স্মার্টফোনেই 50-মেগাপিক্সেল Light Fusin 800 প্রাইমারি রিয়ার ক্যামেরা রয়েছে। Ultra ভেরিয়েন্টে 2.5x অপটিক্যাল জুম সহ 50-মেগাপিক্সেল টেলিফটো সেন্সর বর্তমান।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Xiaomi 17: ওপ্পো, ভিভো, রিয়েলমির পর শাওমির প্রিমিয়াম স্মার্টফোন দেশে আসছে, ফিচার্স দেখে নিন
  2. Realme Neo 8 আসতে পারে জানুয়ারিতে, 8000mAh ব্যাটারি ও ফ্ল্যাগশিপ প্রসেসরে করবে বাজিমাত
  3. BSNL ফিরিয়ে আনল 1 টাকার রিচার্জ প্ল্যান, 30 দিন আনলিমিটেড কলিং ও ডেইলি 2GB ডেটা ফ্রি
  4. Gmail ব্যবহারকারীদের জন্য খুশির খবর, Email অ্যাড্রেস বদলানোর সুবিধা আনছে Google
  5. OnePlus Turbo: ওয়ানপ্লাসের 9000mAh ব্যাটারির ফোনের ছবি ফাঁস, ফিচার্সে চমক
  6. Xiaomi Watch 5 এবং Buds 6 লঞ্চ হল, হাতে পড়লে বা কানে দিলেই ঘটবে ম্যাজিক
  7. Xiaomi 17 Ultra: DSLR-কে চ্যালেঞ্জ ছুঁড়ে হাজির শাওমির নতুন স্মার্টফোন, ক্যামেরা তাক লাগাবে
  8. 200MP ক্যামেরার Realme 16 Pro+ 5G স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  9. বড়দিনে বড় চমক, Oppo Pad Air 5 ট্যাব 10050mAh ব্যাটারি, বিশাল স্ক্রিন, 12GB র‍্যামের সঙ্গে লঞ্চ হল
  10. বছরের শেষে ধামাকা অফার, 60,000 টাকা দাম কমল Samsung-এর প্রিমিয়াম ফোনের, কোথায় পাবেন জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.