জুনেই অপেক্ষার অবসান, আগামী সপ্তাহে লঞ্চের আগেই ফাঁস Poco F7 ফোনের দাম

Poco F7 জুন 25 ভারতে অফিসিয়ালি লঞ্চ হতে পারে৷ স্মার্টফোনটির দাম 30,000 টাকার কাছাকাছি থাকতে পারে৷

জুনেই অপেক্ষার অবসান, আগামী সপ্তাহে লঞ্চের আগেই ফাঁস Poco F7 ফোনের দাম

Photo Credit: X/Sudhanshu1414

Poco F7 কালো, রূপালী এবং সাদা রঙের বিকল্পে লঞ্চ হতে পারে

হাইলাইট
  • Poco F7 ভারতে জুন 25 লঞ্চ হতে পারে
  • ফোনটির দাম 30,000 টাকার কাছাকাছি থাকবে
  • Poco F7 মডেলে 50MP Sony IMX882 প্রাইমারি ক্যামেরা থাকতে পারে
বিজ্ঞাপন

Poco F7 ভারত এবং বিশ্ব বাজারে এই মাসেই লঞ্চ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। পোকো এই ফোনের ভারতীয় ভেরিয়েন্টের ব্যাটারি ক্যাপাসিটি এবং ফাস্ট চার্জিং সম্পর্কে ইতিমধ্যেই তথ্য প্রকাশ করেছে। আবার ডিভাইসটি সম্প্রতি Geekbench-এ লিস্টেড হয়েছে। বেঞ্চমার্ক প্ল্যাটফর্মটি পোকোর নতুন ফ্ল্যাগশিপ কিলারের পারফরম্যন্সের বিষয়ে ধারণা দিয়েছে। আর এখন এক নতুন রিপোর্ট ভারতে Poco F7 লঞ্চের তারিখ ও দামের রেঞ্জ ফাঁস করেছে। উল্লেখ্য, Poco F7 এবং F7 Ultra গত মার্চে নির্বাচিত কয়েকটি দেশে লঞ্চ হয়েছে। স্ট্যান্ডার্ড মডেলটির পাশাপাশি হাই-এন্ড Ultra ভেরিয়েন্টও ভারতে আসবে বলে আশা করা হচ্ছে।

ভারতে Poco F7 লঞ্চের তারিখ ও দাম (সম্ভাব্য)

টিপস্টার অভিষেক যাদব (@yabhishekhd) তাঁর X (সাবেক টুইটার) হ্যান্ডেলে দাবি করেছেন যে,& Poco F7 সম্ভবত জুন 25 ইন্দোনেশিয়ায় লঞ্চ হবে। তিনি পোস্টে আরও বলেন যে হ্যান্ডসেটটি একই দিনে ভারত সহ অন্যান্য গ্লোবাল মার্কেটে উন্মোচিত হতে পারে। অন্য একটি পোস্টে, অভিষেক বলেছেন যে Poco F7 এর দাম ভারতে প্রায় 30,000 টাকা হতে পারে। ফোনটি ফ্লিপকার্টের মাধ্যমে দেশে কেনার জন্য উপলব্ধ থাকবে।

ই-কমার্স সাইটে লাইভ হওয়া একটি মাইক্রোসাইট অনুযায়ী, Poco F7 এর ভারতীয় ভার্সনে 90W ওয়্যার্ড (তারযুক্ত) ফাস্ট চার্জিংং এবং 22.5W রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট সহ বিশাল 7,550mAh সিলিকন কার্বন ব্যাটারি থাকবে। আবার আরেক জনপ্রিয় টিপস্টার, সুধাংশু আম্ভোর (@Sudhanshu1414) স্ট্যান্ডার্ড Poco F7 এর কিছু স্পেসিফিকেশন ফাঁস করেছেন। তিনি ফোনটির অফিসিয়াল দেখতে হওয়া ডিজাইন রেন্ডার প্রকাশ করেছেন। উপবৃত্তাকার রিয়ার ক্যামেরা মডিউল সহ কালো, রূপালী এবং সাদা রঙে ফোনটিকে দেখা গিয়েছে।

Poco F7 এর গ্লোবাল ভেরিয়েন্টে 7,550mAh এর পরিবর্তে 6,500mAh ব্যাটারি থাকবে। গ্লোবাল এবং ভারতীয় ভেরিয়েন্টের অন্যান্য সমস্ত বৈশিষ্ট্য একই রকম হবে বলে আশা করা হচ্ছে। ফোনটিতে 6.83 ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকতে পারে যা 2,772×1280 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 480Hz টাচ স্যাম্পলিং রেট, 3,200 নিট ব্রাইটনেস এবং 3,840Hz PWM ডিমিং রেট অফার করবে।

পোকো এফ7 এর অভ্যন্তরে Snapdragon 8s Gen 4 SoC প্রসসর ব্যবহার হতে পারে। এটি LPDDR5X RAM এবং UFS 4.1 অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত থাকবে। ফটোগ্রাফির জন্য, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ একটি 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং f/1.5 অ্যাপারচার সহ একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, সেলফি এবং ভিডিও কলের জন্য, একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। এতে Android 15-ভিত্তিক HyperOS 2 এবং Wi-Fi 7 কানেক্টিভিটি সাপোর্ট মিলবে। IP68 রেটেড ফ্রেম থাকার ফলে ধুলো এবং জলের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে। সবশেষে, সিকিউরিটির জন্য অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Redmi 15C 5G-এর সেল অবশেষে শুরু হল, এত সস্তায় 6,000mAh ব্যাটারি, AI ক্যামেরা!
  2. Realme 16 Pro+: রিয়েলমির কামাল, 21 ঘন্টা ননস্টপ ইউটিউব চলবে এই নয়া ফোনে
  3. Realme Narzo 90 সিরিজ বিশাল ব্যাটারি নিয়ে ভারতে আসছে, একবার চার্জ দিলে 5 দিন চলবে
  4. Oppo Reno 15C-এর স্পেসিফিকেশন ও লঞ্চের তারিখ ফাঁস, থাকবে 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি
  5. চীনের বাজার কাঁপিয়ে Xiaomi 17 শীঘ্রই গ্লোবালি লঞ্চ হচ্ছে, প্রসেসর ও ক্যামেরায় বিরাট চমক
  6. Vivo X300 Series: 18,999 টাকা খরচ করলেই ফোন হয়ে যাবে DSLR ক্যামেরা, ভিভোর পাগল করা অফার
  7. Realme 16 Pro সিরিজের প্রথম টিজার প্রকাশ, 200MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারিতে বাজার কাঁপাবে
  8. Samsung-এর নতুন চমক, বাজেট থেকে মিড-রেঞ্জে তিন দুর্দান্ত স্মার্টফোন আনছে
  9. ডিসেম্বরে অবিশ্বাস্য অফার, ফাস্টেট চার্জিং 5G স্মার্টফোনে মিলছে প্রায় 13,000 টাকা ডিসকাউন্ট
  10. Redmi Note 15 5G-এর টিজার প্রকাশ, এই তারিখে ভারতে আসছে, 108MP ক্যামেরা ও কার্ভড ডিসপ্লে থাকবে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »