সবচেয়ে সস্তায় 7,000mAh ব্যাটারির ফোন, অবিশ্বাস্য দামে আসছে Poco M7 Plus 5G

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 7 অগাস্ট 2025 16:21 IST
হাইলাইট
  • Poco M7 Plus 5G সবচেয়ে পাতলা 7,000mAh ব্যাটারির ফোন হতে চলেছে
  • এটি Snapdragon 6s Gen 3 প্রসসরে চলবে
  • স্মার্টফোনটির দাম 15,000 টাকার নিচে থাকবে

Poco M7 Plus 5G ফোনে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট মিলবে

Photo Credit: Flipkart

Poco M7 Plus 5G জল্পনার অবসান ঘটিয়ে আগামী সপ্তাহে ভারতে আসছে। আজ পোকো আনুষ্ঠানিকভাবে লঞ্চের তারিখ ঘোষণা করেছে। এটি Poco M7 সিরিজের তৃতীয় মডেল হবে। নতুন স্মার্টফোনটির প্রধান আকর্ষণ 7,000mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছে, সিলিকন কার্বন প্রযুক্তিতে এই পাওয়ারফুল ব্যাটারি তৈরি করা হয়েছে। এটি রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করবে৷ এর ফলে, হ্যান্ডসেটটি দিয়ে অন্য ফোন বা ছোট ইলেকট্রনিক্স গ্যাজেট চার্জ দিতে পারবেন। আলাদা করে পাওয়ার ব্যাঙ্ক কেনার প্রয়োজন পড়বে না। বর্তমানে বিক্রিত 7,000mAh ব্যাটারি যুক্ত ফোনগুলির মধ্যে Poco M7 Plus 5G এর দাম সবথেকে কম হবে বলে জানা গিয়েছে।

ভারতে Poco M7 Plus 5G লঞ্চের তারিখ ও দাম

Poco M7 Plus 5G ভারতে আগস্ট 13 দুপুর 12টায় লঞ্চ হতে চলেছে। স্মার্টফোনটির দাম এখনও গোপন রাখলেও, 15,000 টাকার মধ্যে বিক্রিত অন্যান্য ফোনগুলির সাথে এর বেশ কয়েকটি ফিচার্সের তুলনা করেছে পোকো। এর ফলে জল্পনা তৈরি হয়েছে যে কোম্পানির আপকামিং মডেলটির দাম 14,999 টাকা বা তার কম হতে পারে। ফ্লিপকার্ট ইতিমধ্যেই একটি ডেডিকেটেড মাইক্রোসাইট লাইভ করেছে। সেখান থেকে ডিজাইন প্রকাশ্যে এসেছে।

ব্যাটারি যদি অভ্যন্তরীণ অ্যাডভ্যান্টেজ হয়, তাহলে নিঃসন্দেহে বাহ্যিক দিক থেকে ডিজাইন নজর কাড়তে চলেছে। Poco M7 Plus 5G এর ক্যামেরা মডিউল অনেকটা F7 5G মডেলটির কায়দায় বানানো হয়েছে। ব্যাক প্যানেলের চারপাশে লাল ও নীল রঙের বর্ডার রয়েছে। লঞ্চের পর সেরা লুকসের বাজেট স্মার্টফোনের স্বীকৃতি পেতে পারে এটি।

Poco M7 Plus 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

প্রথমেই বলেছি, পোকো এম7 প্লাস 5G এর মূল আকর্ষণ কার্বন সিলিকন রসায়নে তৈরি 7,000mAh ব্যাটারি। এটি ফুল চার্জ করলে 24 ঘন্টা ভিডিয়ো দেখতে পারবেন বলে দাবি করেছে কোম্পানি। আবার এক চার্জে টানা 27 ঘন্টা সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করা যাবে। এছাড়া, 144 ঘন্টা পর্যন্ত অফলাইনে গান শুনতে পারবেন। ফোনটি 7,000 এমএএইচ ব্যাটারির সবথেকে পাতলা মোবাইল হবে বলে জানিয়েছে পোকো।

রিপোর্ট বলছে, Poco M7 Plus 5G এর সামনে 6.9 ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে যা 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটি Snapdragon 6s Gen 3 চিপসেটের সঙ্গে লঞ্চ হতে পারে। ছবি এবং ভিডিয়ো তোলার জন্য, 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। সামনের দিকে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলতে পারে। পিছনে একটি 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর থাকার সম্ভাবনা।

কোম্পানির দাবি, আসন্ন Poco M7 Plus 5G রিভার্স চার্জিং প্রযুক্তি অফার করবে। এটি ছোট IoT ডিভাইসের পাশাপাশি অন্যান্য অ্যান্ড্রয়েড এবং iOS স্মার্টফোন চার্জ করতে ব্যবহার করা যেতে পারে। উল্লেখ্য, 7,000mAh ব্যাটারির সঙ্গে Redmi 15 5G ভারতে আগস্ট 19 লঞ্চ হচ্ছে। এতে রয়্যাল ক্রোম ডিজাইন ও এরোস্পেস-গ্রেড মেটাল ক্যামেরা আইল্যান্ড রয়েছে। রেডমির দাবি, কেনার 4 বছর পরেও ব্যাটারি তার আসল ক্ষমতার 80 শতাংশ ধরে রাখবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. কালীপুজোর আগে 7,000 টাকা দাম কমল OnePlus স্মার্টফোনের, এত সস্তায় প্রথমবার
  2. ভিভো-শাওমির আগেই Motorola চালু করল Android 16 আপডেট, আপনার ফোনে আসবে কিনা দেখে নিন
  3. Realme ভারতে আনল গেম অফ থ্রোনস স্মার্টফোন, দেখলেই কিনতে ইচ্ছা করবে
  4. মাত্র 799 টাকায় আধুনিক ফিচার্সের নতুন JioBharat ফোন লঞ্চ হল, ফুল চার্জে এক সপ্তাহ চলবে
  5. চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী AI এবার ভারতে, দিল্লি-মুম্বাই ছেড়ে এই শহরে অফিস খুলছে Anthropic
  6. পিন অতীত, আজ থেকে মুখ দেখালেই বা আঙুলের ছাপেই করা যাবে UPI পেমেন্ট
  7. ভারতের প্রথম হাইব্রিড মোবাইল ফোন HMD Touch 4G লঞ্চ হল, দাম মাত্র 3999 টাকা
  8. ChatGPT: চ্যাটজিপিটিতে নতুন ফিচার, একবার বললেই পছন্দের গান শোনাবে AI
  9. সস্তায় 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Moto G06 Power, দাম 7,500 টাকার কম
  10. Vivo V60e দুর্ধর্ষ 200MP ক্যামেরা এবং 6,500mAh ব্যাটারি সঙ্গে ভারতে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.