Poco আনতে চলেছে একজোড়া নতুন হ্যান্ডসেট Poco M7 Pro 5G এবং Poco C75 5G

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 10 ডিসেম্বর 2024 11:05 IST
হাইলাইট
  • Poco M7 Pro 5G-হ্যান্ডসেটটিতে নিশ্চিতভাবে একটি 2100নিট সমৃদ্ধ AMOLED
  • Poco C75 5G-সেগমেন্টের প্রথম স্মার্টফোন যেটিতে Sony ক্যামেরা সেন্সর আছে
  • উভয় হ্যান্ডসেটই ভারতে ডিসেম্বরের 17তারিখ লঞ্চ হবে

Poco M7 Pro 5G একটি 6.67-ইঞ্চি AMOLED স্ক্রিন থাকবে

Photo Credit: Poco

Poco M7 Pro 5G এবং Poco C75 5G হ্যান্ডসেটগুলি ভারতে আগামী 17ই ডিসেম্বর লঞ্চ হতে চলেছে। তাদের এই অশাকৃত লঞ্চের আগেই শাওমি কোম্পানি,স্মার্টফোনগুলোর ক্যামেরা এবং ডিসপ্লে সহ বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছে। Poco M7 Pro 5G-হ্যান্ডসেটটিতে নিশ্চিতভাবে একটি Sony সেন্সরের সাথে 50মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা থাকতে চলেছে অন্যদিকে Poco C75 5G-হ্যান্ডসেটটি কোম্পানির C সিরিজের প্রথম ফোন যেটি শাওমির HyperOS দ্বারা চালিত হবে।

Poco M7 Pro 5G এবং Poco C75 5G-এর নিশ্চিত স্পেসিফিকেশন:

X-এ একটি পোস্টে Poco India তাদের আসন্ন স্মার্টফোনগুলি সম্পর্কিত বিভিন্ন তথ্য ঘোষণা করেছে।কোম্পানির মতে Poco M7 Pro 5G-হ্যান্ডসেটটিতে 120Hz অ্যাডাপটিভ রিফ্রেশ রেটের সাথে একটি 6.67 ইঞ্চির full-HD+ AMOLED ডিসপ্লে থাকবে, যেটিতে সর্বোচ্চ 2,100নিট উজ্জ্বলতা থাকবে। কোম্পানি নিশ্চিত করেছে যে,ফোনটিতে TUV ট্রিপল সার্টিফিকেশন এবং SGS আই কেয়ার ডিসপ্লে সার্টিফিকেশনও থাকবে।এটির স্ক্রিন-টু-বডি অনুপাত 92.0% হতে পারে।

ক্যামেরার ক্ষেত্রে,এটি ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট দ্বারা সজ্জিত হয়ে আসবে,যার মধ্যে প্রধান ক্যামেরাটি অপটিক্যাল ইমেজ স্টেবেলাইজেশন, মাল্টি-ফ্রেম নয়েজ রিডাকশন এবং ফোর-ইন-ওয়ান পিক্সেল বিনিং সহ 50 মেগাপিক্সেলের Sony LYT-600 ক্যামেরা থাকবে। এটিতে ইন-সেন্সর জুমের সাথে সুপার রেজোলিউশন টেকনোলজি ও থাকবে। এছাড়াও অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে আসন্ন স্মার্টফোনটিতে 300% সুপার ভলিউম, ডুয়াল স্টেরিও স্পিকার, ডলবি অ্যাটমোসের সমর্থন, একটি 3.5 মিমির হেডফোন জ্যাক,কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষা এবং ডিসপ্লের মধ্যে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

অন্যদিকে কোম্পানি তাদের Poco C75 5G-হ্যান্ডসেটটির জন্য জানিয়েছে যে,এটি C-সিরিজের প্রথম স্মার্টফোন,যেটি প্রথম কোম্পানির HyperOS দ্বারা চালিত হবে এবং যার দাম 9000 টাকার নিচে।এটিতে একটি Sony-র সেন্সর থাকবে যা,এই সেগমেন্টের ফোনের মধ্যে প্রথম দেখা যাবে বলে দাবি করা হয়েছে।প্রথম থেকেই আসন্ন হ্যান্ডসেটটি কোয়ালকমের 4nm আর্কিটেকচারে নির্মিত Snapdragon 4S Gen 2 চিপসেট দ্বারা চালিত হবে বলে নিশ্চিত করা হয়েছে। এটিতে 8জিবি পর্যন্ত RAM (4 জিবি Turbo RAM অন্তর্ভুক্ত) এবং 1টিবি অবধি স্টোরেজ বাড়ানোর সুবিধা থাকছে।

Poco জানিয়েছে,স্মার্টফোনটি দুই বছরের OS এবং চার বছরের জন্য সিকিউরিটি আপডেট পাবে।এছাড়াও এটিতে আরো অন্যান্য বৈশিষ্ট্য থাকবে যেমন-ফোনটির পাশে সামান্য উঁচু করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে,যেটিতে ট্যাপ জেসচার বৈশিষ্ট্যও আছে এবং এটিতে ডুয়াল-সিমের সুবিধা এবং একটি MIUI ডায়ালারের ব্যবস্থাও আছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. লঞ্চের আগেই ফাঁস Samsung Galaxy S25 ফোনের দাম, কবে বাজারে আসবে জেনে নিন
  2. Amazon Great Freedom Festival Sale 2025: অ্যামাজন ফ্রিডম সেলে মাত্র 7,999 টাকায় দুর্দান্ত 5G ফোন কিনুন
  3. সবথেকে সস্তায় 7,000mAh ব্যাটারির ফোন! বাজার কাঁপাতে লঞ্চ হচ্ছে Poco M7 Plus
  4. Vivo Y04s পুরো জলের দরে বাজারে এল, 6,000mAh ব্যাটারি, 64GB স্টোরেজ রয়েছে
  5. গেমিং ফোন এবার সস্তায়, এই সপ্তাহেই লঞ্চ হচ্ছে Infinix GT 30 5G+, BGMI খেলা যাবে 90fps-এ
  6. Honor Play 70 Plus বিশাল 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, এক চার্জে 23 ঘন্টা ভিডিয়ো দেখা যাবে!
  7. এক মাসেই প্রায় 1 কোটি অ্যাকাউন্ট নিষিদ্ধ করল WhatsApp, নিয়ম না মানলে পরের মাসে আপনার পালা
  8. Vivo Y400 5G ভারতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  9. Amazon Great Freedom Festival Sale: অ্যামাজনে ফোন ও ট্যাবের দাম কমল, সেল শেষ হওয়ার আগে কিনে নিন
  10. Amazon Great Freedom Festival Sale 2025: মাত্র 499 টাকায় নামি ব্র্যান্ডের ব্লুটুথ স্পিকার কেনার সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.