Poco M8 5G has a 3D curved AMOLED display with a refresh rate of 120Hz
Photo Credit: Poco
Poco M8 5G গত সপ্তাহে ভারতে এসেছিল। আর আজ স্মার্টফোনটির প্রথম সেল অনুষ্ঠিত হচ্ছে। লঞ্চ অফারে ফোনটির সাথে 3,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। এই অফার শুধুমাত্র 12 ঘন্টা চলবে। তারপর দাম বেড়ে যাবে। চলুন দেরি না করে ফোনটির দাম-সহ সমস্ত খুঁটিনাটি জেনে নেওয়া যাক। Poco M8 5G কার্ভড AMOLED ডিসপ্লের সাথে বাজারে এসেছে। এটি ছয় বছর Android আপডেট পাবে। ডিভাইসে 4K ভিডিও রেকর্ডিং, IP65 + IP66 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, এবং Dolby Atmos সাউন্ড-সহ বিভিন্ন আকর্ষণীয় ফিচার্স পাবেন।
Poco M8 5G এর বেস 6 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম 18,999 টাকা। 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 19,999 টাকা ও 21,999 টাকা রাখা হয়েছে। তবে আজ ফ্লিপকার্টে সেলের প্রথম 12 ঘন্টায় (রাত 12টা পর্যন্ত) প্রতিটি মডেল 3,000 টাকা সস্তায় কেনা যাবে।
অফারের মধ্যে ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং লঞ্চ বেনিফিট অর্ন্তভুক্ত আছে। ফলে ফোনটির স্টোরেজ ভার্সনগুলির দাম যথাক্রমে 15,999 টাকা, 16,999 টাকা, ও 18,999 টাকায় নেমে আসবে। এটি কার্বন ব্ল্যাক, গ্লেসিয়ার ব্লু, ও ফ্রস্ট কালারের মধ্যে বেছে নেওয়া যাবে।
স্পেসিফিকেশন ও ফিচার্সের কথা বললে, পোকো এম8 5G একটি 6.7 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে। এটি 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, FHD+ রেজোলিউশন, এবং 3,200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ফোনে 5,520mAh সিলিকন-কার্বন ব্যাটারি রয়েছে, যা 45W ফাস্ট চার্জিং ও 18W রিভার্স চার্জিং সাপোর্ট করে।
ডিভাইসে Android 15 নির্ভর Hyper OS 2 প্রি-ইনস্টল করা আছে। কোম্পানি Android 19 পর্যন্ত OS আপগ্রেড ও ছয় বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে। Poco M8 5G মডেলে Snapdragon 6 Gen 3 প্রসেসর আছে। এটি 6 ন্যানোমিটার প্রসেসে নির্মিত। 8 জিবি মেমোরি ভার্চুয়াল র্যাম হিসেবে ব্যবহার করা যাবে।
পোকোর নতুন ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সিস্টেম আছে — 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (Light Fusion 400 সেন্সর) + 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। রিয়ার ক্যামেরায় Ultra HD, পোট্রেট, ডাইনামিক শট, 2x ইন-সেন্সর জুম, লাইভ ফটো, ও 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট রয়েছে। সেলফি ও ভিডিও কল করার জন্য সামনে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.