Poco M8 5G কার্বন ব্ল্যাক, গ্লেসিয়ার ব্লু, এবং ফ্রস্ট কালার অপশনে উপলব্ধ হবে।
Photo Credit: Poco
Poco M8 5G will carry a 20-megapixel camera for selfies and video calls
Poco M8 5G আর তিন দিন পর ভারতে আসছে। জানুয়ারির 8 তারিখ অফিসিয়াল লঞ্চ হওয়ার কথা থাকলেও, বিগত ক'দিন ধরে ফোনটির বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করছে পোকো। গত সপ্তাহে জানা গিয়েছিল যে ডিভাইসটি 3D কার্ভড ডিসপ্লের সঙ্গে আসবে। ফোনটি চারটি মেজর Android OS আপগ্রেড (Android 19 পর্যন্ত) ও ছয় বছর সিকিউরিটি আপগ্রেড পাবে। আজ Poco M8 5G মডেলের কালার অপশন, চার্জিং স্পিড, ব্যাটারি ক্যাপাসিটি, এবং বেশ কয়েকটি ক্যামেরা ফিচার্স ঘোষণা করেছে কোম্পানি। ফোনটিতে Dolby Atmos প্রযুক্তির স্পিকার ও চোখের সুরক্ষার জন্য ট্রিপল TUV সার্টিফিকেশন থাকবে।
পোকো এম8 5G মডেলে 50 মেগাপিক্সেল AI ডুয়েল ক্যামেরার উপস্থিতি আগেই নিশ্চিত করেছে কোম্পানি। সোমবার তারা আরও বলেছে, ফোনের সামনে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে। ব্যাক ক্যামেরা 4K রেজোলিউশনে ভিডিও রেকর্ড করতে সক্ষম। এটি 2x ইন-সেন্সর জুম সাপোর্ট করবে। মেইন ক্যামেরায় f/1.8 ফ্রেম অ্যাপারচার রয়েছে।
এছাড়াও, ক্যামেরায় AI ম্যাজিক ইরেজার প্রো, AI স্কাই রিপ্লেসমেন্ট, ও AI রিফ্লেকশন রিমুভাল ফিচার্স বর্তমান। Poco M8 5G ডুয়াল স্পিকার অফার করবে, যার সাথে Dolby Atmos ও 300 শতাংশ ভলিউম বুস্টের সুবিধা মিলবে। ফোনটি কার্বন ব্ল্যাক, গ্লেসিয়ার ব্লু, এবং ফ্রস্ট কালার অপশনে উপলব্ধ হবে। ডিজাইনে হাইলাইট হল ডুয়াল টোন ব্যাক প্যানেল।
Poco M8 5G-তে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 5,520mAh সিলিকন কার্বন ব্যাটারি। সাধারণত এই ধরনের ব্যাটারি প্রযুক্তি বৈদ্যুতিক গাড়িতে ব্যবহৃত হয়। সিলিকন-কার্বন কম্পোজিট টেকনোলজির মাধ্যমে ব্যাটারি বেশি এনার্জি ডেনসিটি অর্জনের ক্ষমতা লাভ করে। ডিভাইসটির ব্যাটারি 45W ফাস্ট চার্জিং ও 18W রিভার্স চার্জিং প্রযুক্তির সঙ্গে আসবে। এটি ফুল চার্জে 1.6 দিন ব্যবহার করা যাবে।
আসন্ন ফোনের সামনে 3D কার্ভড ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট এবং FHD+ (1,080 x 2,392 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করবে। স্ক্রিনে ওয়েট টাচ 2.0 বৈশিষ্ট্য থাকায় ভেজা হাতে টাচস্ক্রিন চালানো যাবে।ফোনটির স্ক্রিন TUV Rheinland এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, ও সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। অর্থাৎ এটি চোখ সুস্থ রাখতে সাহায্য করবে।
Poco M8 5G রান করবে Snapdragon 6 Gen 3 প্রসেসরে। এটি AnTuTu বেঞ্চমার্কে 8,25,000 স্কোর করতে সক্ষম হয়েছে। হ্যান্ডসেটটি 16 জিবি র্যাম অফার করবে, যার মধ্যে 8 জিবি ফিজিক্যাল ও 8 জিবি ভার্চুয়াল র্যাম অর্ন্তভুক্ত। এটি জল এবং ধুলো থেকে IP66 স্তরের সুরক্ষা প্রদান করবে। এতে অ্যান্টি ড্রপ এবং স্ক্র্যাচ প্রটেকশনও থাকছে। জানুয়ারি 8 লঞ্চের দিন দাম ঘোষণা হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
CES 2026: Asus ProArt PZ14 With Snapdragon X2 Elite SoC Launched Alongside Zenbook Duo and Zenbook A16