ফেব্রুয়ারি মাসে Poco ব্র্যান্ডের পরবর্তী ফোন লঞ্চ হবে। যদিও Poco F2 লঞ্চের আগে Poco ব্র্যান্ডের অধীনে অন্য ফোন লঞ্চ হবে।
Poco X2 এর হাত ধরে দ্বিতীয় ইনিংসে মাঠে নামতে পারে Poco
2018 সালের অগাস্ট মাসে Poco F1 -এর হাত ধতে স্মার্টফোন দুনিয়ায় Poco -র আবির্ভাব হয়েছিল। যদিও এর পরে Poco ব্র্যান্ডের অধীনে অন্য কোন প্রোডাক্ট লঞ্চ হয়নি। সম্প্রতি Xiaomi -র ছত্রছায়া থেকে বেরিয়ে পৃথক ব্র্যান্ডের তকমা পেয়েছে Poco। এবার Poco -র জেনারেল ম্যানেজার সি মনমোহন জানিয়েছেন ফেব্রুয়ারি মাসে Poco ব্র্যান্ডের পরবর্তী ফোন লঞ্চ হবে। যদিও Poco F2 লঞ্চের আগে Poco ব্র্যান্ডের অধীনে অন্য ফোন লঞ্চ হবে। সম্প্রতি একাধিক রিপোর্টে Poco X2 লঞ্চের খবর সামনে এসেছিল। কোম্পানির প্রধানের কথায় শুরুতে সেই ফোন লঞ্চের ইঙ্গিত মিলেছে।
সম্প্রতি Poco India টুইটারে জানিয়েছে স্বাধীন ব্র্যান্ডের তকমা পাওয়ার পরে আগামী মাসে প্রথম ফোন লঞ্চ করবে Poco। যদিও এই ফোনের নাম প্রকাশ্যে আনেনি কোম্পানি। সম্প্রতি Geekbench বেঞ্চমার্কিং ওয়েবসাইটে Poco X2 ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছিল। সেই ফোনের হাত ধরেই Poco -র দ্বিতীয় ইনিংস শুরু হয়েছিল। সম্প্রতি চিনের বাজারে 4G ভেরিয়েন্টে Redmi K30 ফোন লঞ্চ হয়েছিল। রিপোর্টে প্রকাশিত খবর সত্যি হলে নাম বদলে ভারতে Poco X2 নামে ভারতে আসতে চলেছে এই স্মার্টফোন।
Geekbench ওয়েবসাইটে Poco X2 ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন সামনে এসেছিল। এই ফোনে থাকবে একটি Qualcomm চিপসেট। ‘phoenixin' ছদ্মনামে এই চিপসেট সামনে এসেছে। Qualcomm Snapdragon 730G চিপসেট সহ লঞ্চ হতে পারে Poco X2। সম্প্রতি Redmi K30 ফোনে একই চিপসেট ব্যবহার হয়েছিল।
Qualcomm চিপসেট ছাড়াও Poco X2 ফোনে থাকবে 8GB RAM। Geekbench ওয়েবসাইটে সিঙ্গেল কোরে এই ফোন 547 স্কোর করেছে। মাল্টিকোর পারফর্মেন্সে Poco X2 পেয়েছে 1,767।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Kepler and TESS Discoveries Help Astronomers Confirm Over 6,000 Exoplanets Orbiting Other Stars
Rocket Lab Clears Final Tests for New 'Hungry Hippo' Fairing on Neutron Rocket