ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল Poco X2। ইতিমধ্যেই একাধিক ফ্ল্যাশ সেলে এই ফোন বিক্রি হয়েছে। মঙ্গলবার আবার পাওয়া যাবে এই স্মার্টফোন। আজ দুপুর 12 টায় বিক্রি হবে Poco X2। এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকছে। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা, এই ক্যামেরায় থাকছে একটি 64 মেগাপিক্সেল Sony IMX686 সেন্সর। এই ফোনের ভিতরে 4,500 mAh ব্যাটারি ব্যবহার করেছে Poco। 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে।
6GB RAM + 64GB স্টোরেজে Poco X2-র দাম 15,999 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজ ও 8GB RAM + 256GB স্টোরেজে এই ফোন কিনতে যথাক্রমে 16,999 টাকা ও 19,999 টাকা খরচ হবে। মঙ্গলবার দুপুর 12 টায় Flipkart থেকে বিক্রি হবে এই ফোন।
It's time to make the right choice! #POCOX2 goes on sale tomorrow at 12 noon on @Flipkart. #SmoothAF pic.twitter.com/YGWxuwkwA7
— POCO India (@IndiaPOCO) March 9, 2020
Poco X2 স্পেসিফিকেশন
ডুয়াল সিম Poco X2-তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চি ডিসপ্লে। 120Hz রিফ্রেশ রেটের এই ডিসপ্লেতে থাকছে হোল-পাঞ্চ ডিজাইন। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 730G চিপসেট। সঙ্গে থাকছে 8GB পর্যন্ত RAM ও 256GB পর্যন্ত স্টোরেজ।
Poco X2-র পিছনে বৃত্তাকার ক্যামেরা মডিউলে থাকছে চারটি ক্যামেরা। এই ফোনের পিছনের ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল Sony IMX686 প্রাইমারি সেন্সর। সঙ্গে থাকছে একটি 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর আর 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। Poco X2-র ডুয়াল সেলফি ক্যামেরায় 20 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। সাথে থাকবে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।
বিশাল ব্যাটারি ও সুপার ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi Note 9 Pro
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth, GPS/ A-GPS, USB Type-C ও 3.5 মিমি অডিও জ্যাক। Poco X2-তে থাকছে 4,500 mAh ব্যাটারি। সাথে থাকছে 27W ফাস্ট চার্জ সাপোর্ট। ফোনের পিছনে থাকছে গ্রেডিয়েন্ট ফিনিশ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন