ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল Poco X2। এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকছে। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা, এই ক্যামেরায় থাকছে একটি 64 মেগাপিক্সেল Sony IMX686 সেন্সর।
Poco X2-এর টিজার সামনে এসেছে। ছবিতে এই ফোনের ডান দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা গিয়েছে। এছাড়াও টিজারে জানানো হয়েছে এই ফোনে একটি 120 Hz রিফ্রেশ রেট ডিসপ্লে থাকবে।