2018 সালে লঞ্চ হয়েছিল Poco F1। এর ফোনের দুর্দান্ত সাফল্যের পর থেকেই Poco F2 লঞ্চ ঘিরে জল্পনা শুরু হয়েছিল। চলতি বছরে বাজারে এসেছিল কোম্পানির Poco X2। সেই ফোনে মিডরেঞ্জ চিপসেট দিয়েছিল Poco। সাম্প্রতিক একাধিক রিপোর্টে Poco F2 ও Poco F2 Pro লঞ্চের খবর সামনে আসছিল। সম্প্রতি ট্যুইটারে প্রকাশিত টিজারে এই দুই ফোন লঞ্চের ইঙ্গিত দিয়েছে চিনের সংস্থাটি।
টিজারে প্রকাশিত ভিডিওতে জানানো হয়েছে 12 মে নতুন স্মার্টফোন আনছে Poco। বিশ্বব্যাপী বিভিন্ন দেশে একসঙ্গে এই ফোন বাজারে আসবে। ভিডিওতে একাধিক সোশ্যাল মিডিয়া কমেন্টে Poco F2 ও Poco F2 সম্পর্কে গ্রাহকের প্রশ্নের স্ক্রিনশট প্রকাশ করেছে। একই সঙ্গে জানানো হয়েছে 12 মে লঞ্চ হবে Poco F1-এর উত্তরসূরি।
Hey POCO Fans, hit ❤️ ⁰now if you want to experience the simplicity of life powered by innovations that truly matter.
— POCO (@POCOGlobal) May 7, 2020
BTW, a hidden message at the end of the video.#POCOisBACK #PowerfullyCool pic.twitter.com/FoF3zrLpd3
সম্প্রতি 91Mobiles ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছিল 128GB স্টোরেজে Poco F2 কিনতে 570 ইউরো (প্রায় 46,800 টাকা) খরচ হবে। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল Redmi K30 Pro। চিনের বাইরে Poco F2 Pro নামে এই ফোন লঞ্চ করতে পারে Xiaomi। নীল ধুসর, বেগুনী ও সাদা রঙে পাওয়া যাবে Poco F2 Pro।
ডুয়াল সিম Redmi K30 Pro-তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.67 ইঞ্চি HDR 10+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 8GB LPDDR5 RAM ও UFS 3.1 স্টোরেজ। যদিও 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে LPDDR4X RAM ও UFS 3.0 স্টোরেজ থাকবে।
Redmi K30 Pro ক্যামেরায় রয়েছে 64 মেগাপিক্সেল Sony IMX686 প্রাইমারি সেন্সর। প্রাইমারি ক্যামেরায় রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। সঙ্গে রয়েছে 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনের পপ-আপ ক্যামেরায় রয়েছে 20 মেগাপিক্সেল সেন্সর।
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে ডুয়াল ব্যান্ড 5G (NSA+SA), Wi-Fi 6, NFC, USB Type-C পোর্ট, NFC, ও 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 4,700 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 33W ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন