4 জানুয়ারি লঞ্চ হবে Poco X2। ভারতে 17,000 টাকা থেকে 23,000 টাকার মধ্যে Poco X2-এর বিভিন্ন ভেরিয়েন্ট লঞ্চ হতে পারে।
Poco X2-তে 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে থাকছে
4 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে Poco X2। 2018 সালে Poco F1 লঞ্চের পর আর কোন ফোন লঞ্চ করেনি Poco। অনেক দিন ধরেই Poco F2 লঞ্চ ঘিরে টেক দুনিয়ায় জল্পনা তুঙ্গে। তবে Poco F2 এর পরিবর্তে Poco X2 এর হাত ধরে কোম্পানির দ্বিতীয় ইনিংস শুরু হচ্ছে। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল Redmi K30। সেই ফোনের নাম বদলে ভারতে লঞ্চ হতে চলেছে Poco X2। এই ফোন সম্পর্কে জানা ও অজানা তথ্যগুলি দেখে জিন।
4 জানুয়ারি লঞ্চ হবে Poco X2। আগামী মঙ্গলবার দুপুর 12 টায় নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে লঞ্চ হবে এই স্মার্টফোন।
Samsung -এর নতুন চমক! ফোল্ডেবল ডিসপ্লে সহ আসছে Galaxy Z Flip
এখনও Poco X2-এর দাম সম্পর্কে কোন তথ্য প্রকাশ করেনি Poco India। যদিও চিনে Redmi K30 4G ফোনের দামের আশেপাশেই ভারতে আসতে পারে এই স্মার্টফোন। 4G ভেরিয়েন্টে Redmi K30 এর দাম শুরু হচ্ছে 1,599 ইউয়ান (প্রায় 16,100 টাকা) থেকে। 6GB + 128GB, 8GB + 128GB ও 8GB + 256GB ভেরিয়েন্টে চিনে এই ফোন পাওয়া যায়। টপ ভেরিয়েন্টে Redmi K30 4G-এর দাম 2,199 ইউয়ান (প্রায় 22,700 টাকা)।
ভারতে 17,000 টাকা থেকে 23,000 টাকার মধ্যে Poco X2-এর বিভিন্ন ভেরিয়েন্ট লঞ্চ হতে পারে। Flipkart, Mi.com ও Mi Home থেকে Poco X2 বিক্রি হবে।
যদিও এই ফোন কবে বিক্রি শুরু হবে জানা যায়নি।
সস্তা হল Realme 5 Pro; নতুন দাম ও ফিচারগুলি দেখে নিন
ইতিমধ্যেই Poco X2-এর একাধিক টিজার প্রকাশ করেছে কোম্পানি। সেখানে এই ফোনের বিভিন্ন ফিচার সামনে এসেছে। Poco X2-তে থাকবে একটি 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। ছবিতে এই ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা গিয়েছে। এছাড়াও থাকছে USB Type-C পোর্ট, 3.5 মিমি হেডফোন জ্যাক। Poco F1-এর মতোই Poco X2-তেও থাকছে লিকুইড কুলিং।
Poco X2-তে থাকবে একটি 6.7 ইঞ্চি HD+ হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে Snapdragon 730G চিপসেট। সেলফি তোলার জন্য এই ফোনে থাকবে 20 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Poco X2-এর পিছনে চারটি ক্যামেরা থাকতে পারে। এই ক্যামেরায় থাকতে পারে 64 মেগাপিক্সেল Sony IMX686 প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর আর 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ফোনের ভিতরে থাকতে পারে একটি 4,500 mAh ব্যাটারি ও 27W ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ghost of Yotei Is Getting New Game Plus Mode in a Free Patch This Month
Vivo X200T Tipped to Launch Soon; Said to Be Similar to Vivo X200 FE With Few Hardware Changes