কিছুদিন আগেই মিশন ইম্পসিবেল: ফলআউটের সাথে হাত মিলিয়ে নতুন আপডেট পাঠিয়েছিল PUBG। অনেকদিন ধরেই বিটা টেস্টিং এর জন্য বাজারে রয়েছে PUBG Mobile 0.8.5।
Android ও iOS এ শিঘ্রই পৌঁছে যাবে নতুন PUBG Mobile 0.8.5 আপডেট। সম্প্রতি জাপানী কোম্পানি BAPE এর সাথে হাত মিলিয়ে এই আপডেটে একাধিক নতুন ফিচার যোগ হতে চলেছে। এর ফলে PUBG তে যোগ হতে চলেছে BAPE ফ্রাইং প্যান, শার্ক হুডির মতো একাধিক BAPE ব্র্যান্ডেড প্রোডাক্ট। কোম্পানি জানিয়েছে শিঘ্রই সব মোবাইল ফোনে পৌঁছে যাবে PUBG Mobile 0.8.5।
কিছুদিন আগেই মিশন ইম্পসিবেল: ফলআউটের সাথে হাত মিলিয়ে নতুন আপডেট পাঠিয়েছিল PUBG। অনেকদিন ধরেই বিটা টেস্টিং এর জন্য বাজারে রয়েছে PUBG Mobile 0.8.5। তবে এই আপডেটে নতুন ঠিক কী যোগ হবে তা জানা না গেলেও মনে করা হচ্ছে একাধিক বাগ ফিক্স ও পারফর্মেন্সে উন্নতির জন্য একাধিক নতুন পদক্ষেপ নেওয়া হবে।
ইতিমধ্যেই ভারত সহ বিশ্বের একাধিক দেশে বিপুল জনপ্রিয়তা পেয়েছে PUBG Mobile গেম। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকে PUBG গেমের 30 শতাংশ লাভ হয়েছে। এর ফলেই মার্কিন দুনিয়ায় ইতিমধ্যে জনপ্রিয় Fortnite গেমকে ক্রমশ ধরাশায়ী করছে PUBG Mobile।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Dining With The Kapoors OTT Release Date Revealed: Know When and Where to Watch it Online