সম্প্রতি টুইটারে Realme র অফিশাইয়াল হ্যান্ডেলে Realme 1 আর Realme 2 ফোনে Android Pie আপডেটের খবর জানানো হয়েছে। গ্রাহকের প্রশ্নের উত্তরে টুইটারে কোম্পানি জানিয়েছে এই দুই ফোনে শিঘ্রই লেটেস্ট Android Pie আপডেট পৌঁছে যাবে।
এই মাসে Realme 1 ফোনে পৌঁছে যাবে ColorOS 5.2 আপডেট
এই বছর শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল Oppo র সাব ব্র্যান্ড Realme। কম দামে দারুন কনফিগারেশানের ফোন বাজারে এনে ইতিমধ্যেই ভারতে বাজেট ও মিডরেঞ্জ বাজারে প্রতিযোগিতা আরও কঠিন করে তুলেছে। শুরুতে Realme 1 ফোনের হাত ধরে জন্ম হয়েছিল নতুন এই ব্র্যান্ডের। এর কয়েক মাস পরে বাজারে আসে Realme 2। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Realme C1 আর Realme 2 Pro। এই মাসে Realme 2 Pro আর Realme 1 ফোনে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 আপডেট পৌঁছে যাওয়ার কথা জানিয়েছিল Realme। সম্প্রতি কোম্পানি জানিয়েছে শিঘ্রই Realme 1 আর Realme 2 ফোনে লেটেস্ট Android Pie আপডেট পৌঁছে যাবে।
সম্প্রতি টুইটারে Realme র অফিশাইয়াল হ্যান্ডেলে Realme 1 আর Realme 2 ফোনে Android Pie আপডেটের খবর জানানো হয়েছে। গ্রাহকের প্রশ্নের উত্তরে টুইটারে কোম্পানি জানিয়েছে এই দুই ফোনে শিঘ্রই লেটেস্ট Android Pie আপডেট পৌঁছে যাবে।
গত সপ্তাহে 3GB RAM আর 32GB স্টোরেজের Realme 2 ফোনের দাম 500 টাকা বাড়িয়েছে Realme। এছাড়াও Realme C1 ফোনের দাম বেড়েছে 1,000 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
New Life Is Strange Game From Square Enix Leaked After PEGI Rating Surfaces