Realme 15 Pro 5G Game of Thrones Limited Edition স্মার্টফোনের ডিজাইনে চমক থাকবে
Photo Credit: Realme
জনপ্রিয় টেলিভিশন সিরিজ 'গেম অফ থ্রোনস' থেকে অনুপ্রাণিত হয়ে Realme 15 Pro 5G স্মার্টফোনের একটি স্পেশাল এডিশন মডেল ভারতে আসছে। চাইনিজ সংস্থাটি এদেশে Realme 15 Pro 5G Game of Thrones Limited Edition লঞ্চের কথা জানিয়ে টিজার প্রকাশ করেছে। ক্ষমতার লড়াই, রাজনৈতিক ষড়যন্ত্র, ড্রাগন, জাদু, ও পারিবারিক দ্বন্দ্বের কাহিনী ঘিরে আবর্তিত গেম অফ থ্রোনস অসংখ্য আর্ন্তজাতিক পুরষ্কার জিতেছে। জুলাইতে ভারতে লঞ্চ হওয়া Realme 15 Pro 5G লিমিটেড এডিশনে সেই থিমেরই প্রতিফলন দেখা যেতে পারে। এতে ড্রাগনের ডিজাইন বা বিশেষ রঙের বিকল্প যোগ হওয়ার সম্ভাবনা।
রিয়েলমি জানিয়েছে, তারা শীঘ্রই ভারতে Realme 15 Pro 5G Game of Thrones লিমিটেড এডিশন রিলিজ করবে। তবে আসন্ন স্মার্টফোনটির দাম এবং লঞ্চের তারিখ এখনও প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, Realme 15 Pro 5G জুলাই মাসে 31,999 টাকায় (8 জিবি +128 জিবি) ভারতে লঞ্চ হয়েছে। অন্য দিকে, 8 জিবি + 256 জিবি, 12 জিবি + 256 জিবি, ও 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 33,999 টাকা, 35,999 টাকা ও 38,999 টাকা।
বাহ্যিক ডিজাইনে পরিবর্তন ছাড়া, রিয়েলমি 15 প্রো 5G গেম অফ থ্রোনস লিমিটেড এডিশনে স্ট্যান্ডার্ড মডেলের মতোই বৈশিষ্ট্য থাকবে। স্মার্টফোনটি 6.8 ইঞ্চি হাইপারগ্লো 4D কার্ভ+ AMOLED ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1.5K (2,800 × 1,280 পিক্সেল) রেজোলিউশন, 6,500 নিট লোকাল পিক ব্রাইটনেস, ও কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশন অফার করে।
হ্যান্ডসেটটিতে 7,000mAh ব্যাটারি আছে, যা 80W ফাস্ট চার্জিং সমর্থন করে। এতে ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP66 + IP68 + IP69 রেটিং মিলবে। সিকিউরিটির জন্য, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ফোনটি Snapdragon 7 Gen 4 প্রসেসর দ্বারা পরিচালিত। এটি 12 জিবি পর্যন্ত LPDDR4x র্যাম এবং 512 জিবি UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত।
ছবি ও ভিডিও তোলার জন্য, Realme 15 Pro 5G-এর পিছনে 50 মেগাপিক্সেল Sony IMX896 প্রাইমারি ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সামনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে।ডিভাইসটিতে এআই ম্যাজিকগ্লো 2.0, এআই ল্যান্ডস্কেপ, এআই গ্লেয়ার রিমুভার, এআই মোশন কন্ট্রোল এবং এআই স্ন্যাপ মোড সহ বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বৈশিষ্ট্য উপলব্ধ। উন্নত গেমিং অভিজ্ঞতার জন্য GT Boost 3.0 প্রযুক্তি ও Gaming Coach 2.0 সাপোর্ট আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.