ক্রেতাদের সামনে Realme 15 5G সিরিজ 3,000 টাকা পর্যন্ত ছাড়ে কেনার সুযোগ।
Photo Credit: Realme
Realme 15 5G সিরিজ প্রচুর AI ফিচার্সের সঙ্গে এসেছে
Realme 15 5G এবং Realme 15 Pro 5G গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ থেকে রিয়েলমির বহুল প্রত্যাশিত স্মার্টফোন দু'টির বিক্রি শুরু হয়েছে। Realme 15 5G সিরিজে ক্যামেরা এবং এডিটিং সম্পর্কিত প্রচুর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর ফিচার্স রয়েছে। AI Edit Genie ও AI Party Mode নিয়ে আলোচনা সর্বত্র। উভয় হ্যান্ডসেটে 144 হার্টজ রিফ্রেশ রেটের 6.67 ইঞ্চি AMOLED ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা, ও 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। স্ট্যান্ডার্ড Realme 15 5G-তে MediaTek Dimensity 7300+ প্রসেসর আছে, যেখানে Realme 15 Pro 5G ভেরিয়েন্টটি Snapdragon 7 Gen 4 চিপসেট দ্বারা পরিচালিত।
Realme 15 5G সিরিজ এখন ভারতে কেনা যাচ্ছে। স্ট্যান্ডার্ড Realme 15 5G এর দাম 25,999 টাকা থেকে শুরু হচ্ছে, যা 8 জিবি + 128 জিবি স্টোরেজ অফার করে। অন্যদিকে, 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের মূল্য যথাক্রমে 27,999 টাকা ও 30,999 টাকা। এটি ফ্লোয়িং সিলভার, ভেলভেট গ্রীন, এবং সিল্ক পিঙ্ক রঙে এসেছে।
আরও প্রিমিয়াম Realme 15 Pro 5G এর 8 জিবি + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি + 256 জিবি স্টোরেজের দাম যথাক্রমে 31,999 টাকা ও 33,999 টাকা। এছাড়া, 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজের মূল্য যথাক্রমে 35,999 টাকা ও 38,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটিও ফ্লোয়িং সিলভার, ভেলভেট গ্রীন, এবং সিল্ক পিঙ্ক রঙে উপলব্ধ।
ক্রেতারা নতুন ফোনগুলি অনলাইনে ফ্লিপকার্ট এবং রিয়েলমির ওয়েবসাইটের পাশাপাশি অফলাইনেও পেয়ে যাবেন। জানিয়ে রাখি, Realme 15 5G ও Realme 15 Pro 5G মডেল দু'টি যথাক্রমে 2,000 টাকা ও 3,000 টাকা ডিসকাউন্টে কিনতে পারবেন। এর ফলে, দাম যথাক্রমে 23,999 টাকা ও 28,999 টাকায় নেমে আসবে।
Realme 15 5G এবং Realme 15 Pro 5G উভয়েই 6.8-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে লঞ্চ হয়েছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 6,500 নিট লোকাল পিক ব্রাইটনেস, 1.5K (2,800 × 1,280 পিক্সেল) রেজোলিউশন, ও কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশন অফার করে। রিয়েলমির নতুন দুই ফোনে 7,000mAh ব্যাটারি রয়েছে যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনগুলি Android 15 নির্ভর Realme UI 6-এ সজ্জিত।
রিয়েলমি 15 প্রো 5G এর পিছনে 50 মেগাপিক্সেল Sony IMX896 প্রাইমারি ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। স্ট্যান্ডার্ড রিয়েলমি 15 5G ডুয়াল রিয়ার ক্যামেরা অফার করে। সেটআপটি 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি ক্যামেরা এবং একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স বর্তমান। উভয় ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন