Realme 15 5G এবং Realme 15 Pro 5G উভয়ই 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সাথে এসেছে। সামনেও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। দু'টো ক্যামেরাই 4K 60FPS ভিডিয়ো রেকর্ড করতে সক্ষম।
Realme 15 Pro 5G পূর্ববর্তী মডেলের তুলনায় 4x ক্লিয়ার জুম এবং 2x স্মুদ ট্রানজিশন অফার করবে। ফোনটির ক্যামেরায় AI MagicGlow 2.0 বৈশিষ্ট্য পাওয়া যাবে, যা ছবিতে ত্বকের স্বাভাবিক রঙ বা ন্যাচারাল স্কিন টোন ফুটিয়ে তুলবে বলে জানা গিয়েছে। সামনের ও পিছনের উভয় ক্যামেরা 60fps এ 4K ভিডিও রেকর্ডিং করবে৷
Realme 15 সিরিজে স্ক্রিনে আঙুল না ছুঁয়েই কেবল মুখে বলেই ছবি এডিট করা যাবে। সাধারণ ভয়েস কমান্ডের মাধ্যমে ছবি এডিট করার ফিচার হল AI এডিট জেনি। আর এআই পার্টি হল ক্যামেরা-ভিত্তিক দৃশ্য সনাক্তকরণ বৈশিষ্ট্য যা পরিবেশের উপর নির্ভর করে স্পষ্ট ছবি তুলতে সহায়তা করে।
Realme 15 সিরিজে "পার্টি-অনুপ্রাণিত ক্যামেরা বৈশিষ্ট্য" থাকবে, যার মধ্যে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমর্থিত ইমেজিং। এটি কনসার্ট, ডান্স ফ্লোর অথবা হাউস পার্টির মতো পরিবেশে গতিশীল আলোর অবস্থার সাথে মানানসই রিয়েল টাইমে শাটার স্পিড, কন্ট্রাস্ট এবং স্যাচুরেশন সামঞ্জস্য করে।