2026 সালের জানুয়ারিতে Redmi, Realme, Oppo, ও Motorola ভারতে নতুন স্মার্টফোন আনছে।
Photo Credit: Oppo
Oppo Reno 15 Pro 5G and Reno 15 Pro Mini 5G will feature a 200-megapixel main rear camera
2026 সালের শুরুতেই একঝাঁক স্মার্টফোন ভারতে লঞ্চ হচ্ছে। জানুয়ারিতে আটটি নতুন মডেলের ফোন রিলিজ নিশ্চিত করা যাচ্ছে। Redmi, Realme, Motorola, ও Oppo রয়েছে সেই লিস্টে। ফোনগুলি মূলত মিড-রেঞ্জ থেকে প্রিমিয়াম সেগমেন্টে আসতে চলেছে। সবার প্রথমে Redmi Note 15 5G দেশের বাজারে এন্ট্রি নেবে। এই ফোনে থাকবে 108 মেগাপিক্সেল ক্যামেরা। তারপর। তারপর একে একে আসবে Realme 16 Pro সিরিজ ও Oppo Reno লাইনআপের মোট পাঁচটি ফোন। প্রতিটি মডেলে বিশেষ ক্যামেরা ফিচার দেওয়া হবে। টপ ভ্যারিয়েন্টে মিলবে 200 মেগাপিক্সেল ক্যামেরা। চলুন দেখে নিই 2026 সালের জানুয়ারি মাসে ভারতে কী কী ফোন লঞ্চ হচ্ছে ও কেমন ফিচার থাকছে।
Redmi Note 15 5G ভারতে জানুয়ারি 6 লঞ্চ হচ্ছে। ফোনটিতে 6.7 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট ও 3,200 নিট ব্রাইটনেসের সঙ্গে আসবে বলে নিশ্চিত করা হয়েছে। এই ফোনে 4K ভিডিও রেকর্ডিং এবং ডাইনামিক শট ক্যাপচার করার সুবিধা মিলবে। ফোনে IP66 স্তরের জল ও ধুলোরোধী রেটিং মিলবে। ডিভাইসটি Snapdragon 6 Gen 3 প্রসেসরে চলবে। এতে 5,520mAh ব্যাটারি থাকছে, যা 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ফাঁস হওয়া তথ্য অনুসারে, Redmi Note 15 সর্বোচ্চ 8 জিবি পর্যন্ত র্যাম এবং 256 জিবি স্টোরেজ অপশনে বিক্রি হবে। 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ-যুক্ত মডেলের দাম হতে পারে 22,999 টাকা। অন্য দিকে, 8 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 24,999 টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। মনে রাখবেন, গ্যাজেটস 360 দামের সত্যতা যাচাই করেনি।
Realme 16 Pro সিরিজ ভারতে জানুয়ারি 6 আসছে। এই লাইনআপের অধীনে Realme 16 Pro 5G এবং Realme 16 Pro+ 5G লঞ্চ হবে। Pro+ ভ্যারিয়েন্টে Netflix HDR কনটেন্ট, 6,500 নিট পিক ব্রাইটনেস, ও 2,500 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট থাকবে। ফোনগুলি ক্যামেলিয়া পিঙ্ক, মাস্টার গোল্ড, মাস্টার গ্রে, এবং অর্কিড পার্পল রঙে মিলবে। Realme 16 Pro 5G ও Realme 16 Pro+ 5G যথাক্রমে Dimensity 7300 Max এবং Snapdragon 7 Gen 4 প্রসেসরে চলবে।
এছাড়াও, Realme 16 Pro সিরিজের উভয় মডেলে 7,000mAh টাইটান ব্যাটারি, লুমাকালার ইমেজিং, ট্রিপল রিয়ার ক্যামেরা, ও 200 মেগাপিক্সেল পোট্রেট মাস্টার প্রাইমারি ক্যামেরার উপস্থিতি কনফার্ম করা গিয়েছে। স্ট্যান্ডার্ড Realme 16 Pro 5G মডেলের দাম 31,999 টাকা থেকে শুরু হতে পারে, যেখানে Realme 16 Pro+ 5G-এর দাম 39,999 টাকা থেকে শুরু হওয়ার সম্ভাবনা।
Poco M8 5G ভারতে জানুয়ারি 8 লঞ্চ হতে চলেছে। ফোনটি নতুন ক্যামেরা লেআউট এবং স্টাইলিশ ডুয়াল টোন ব্যাক প্যানেলের সঙ্গে আসবে। সংস্থা জানিয়েছে, এটি 7.35 মিমি পুরু হবে। ডিভাইসটির পিছনে ম্যাট ফিনিশের সঙ্গে ভিগান লেদারের সংমিশ্রণ দেখা যাবে। এতে 50 মেগাপিক্সেল AI-পরিচালিত মেইন ক্যামেরা থাকবে বলে নিশ্চিত করেছে পোকো। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য সামনে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যেতে পারে।
Oppo Reno 15 5G, Reno 15 Pro 5G, ও Reno 15 Pro Mini 5G জানুয়ারি 8 ভারতে লঞ্চ হবে। চাইনিজ সংস্থাটি আজ এই কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। Reno 15 সিরিজ ক্যামেরা-কেন্দ্রিক হতে চলেছে।পোট্রেট ফটোগ্রাফি ও ভিডিও রেকর্ডিংয়ের মান উন্নত করার উপরে বিশেষ জোর দিয়েছে। স্ট্যান্ডার্ড Reno 15 5G মডেলে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা মিলবে।
অন্য দিকে, Reno 15 Pro 5G এবং Reno 15 Pro Mini 5G-তে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 3x অপটিক্যাল জুম সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা পাওয়া যাবে। তিনটি ফোনেরই সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে।
মোটোরোলার নতুন ফ্ল্যাগশিপ ফোনের নাম হল সিগনেচার। এটি জানুয়ারি ভারতে 8 লঞ্চ হবে। মোটোরোলা জানিয়েছে যে এই ফোনের পিছনে বিশেষ 'ফ্যাব্রিক ফিনিশ' দেওয়া হবে। ফোনটির সম্পর্কে বিস্তারিত তথ্য শীঘ্রই প্রকাশ্যে আসবে বলে আশা করা যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Honor Power 2 AnTuTu Benchmark Score, Colourways Teased Ahead of January 5 China Launch