Redmi Note 15 5G, Realme 16 Pro 5G এবং Realme 16 Pro+ 5G আগামীকাল (জানুয়ারি 6) ভারতে লঞ্চ হচ্ছে।
Redmi Note 15 5G Realme 16 Pro+ Launch
Realme 16 Pro সিরিজ ও Redmi Note 15 5G আগামীকাল ভারতে রিলিজ হচ্ছে। রেডমির মডেলটি মিড-রেঞ্জে আসছে, যেখানে রিয়েলমির নতুন সিরিজ আপার মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টের অধীনে লঞ্চ হবে। Realme 16 Pro 5G এবং Realme 16 Pro+ 5G নতুন 'আরবান ওয়াইল্ড' ডিজাইন ফিলোজফি অনুসরণ করে বাজারে আসছে। এই সিরিজে 200 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। অন্য দিকে, Redmi Note 15 5G মডেলে ছবি ও ভিডিও তোলার দায়িত্বে 108 মেগাপিক্সেল ক্যামেরা। তিনটি ফোনের দাম থেকে শুরু করে একাধিক স্পেসিফিকেশন ও ফিচার্স ইতিমধ্যেই ফাঁস হয়েছে। চলুন দেখে নেওয়া যাক আসন্ন ফোনগুলোতে কী কী চমক থাকবে।
রেডমি নোট 15 5G-এর সামনে 6.7 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,200 নিট পিক ব্রাইটনেস, এবং হাইড্রো টাচ 2.0 সাপোর্ট করবে। রেডমির নতুন ফোনে Snapdragon 6 Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে। সংস্থা দাবি করছে, এটি আগের প্রজন্মের তুলনায় যথাক্রমে 10 শতাংশ ও 30 শতাংশ উন্নত GPU এবং CPU পারফরম্যান্স প্রদান করবে।
ডিভাইসে 5,520mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটি 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি থাকছে। ফোনটিতে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট রয়েছে। এটি জল এবং ধুলো থেকে IP66 স্তরের সুরক্ষা দেবে। এতে Android 15-নির্ভর Hyper OS 2 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে।
Redmi Note 15 5G ভারতে 8 জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ 256 জিবি স্টোরেজ অপশনে আসতে পারে। ফাঁস হওয়া তথ্য অনুসারে, 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজের বেস মডেলের দাম 22,999 টাকা হতে পারে। 8 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 24,999 টাকা হওয়ার সম্ভাবনা। তবে গ্যাজেটস 360 দামের সত্যতা যাচাই করেনি। উল্লেখ্য, ফোনটির সঙ্গে Redmi Pad 2 Pro ট্যাবলেট আগামীকাল লঞ্চ হবে।
রিয়েলমি 16 প্রো সিরিজে দু'টি মডেল অর্ন্তভুক্ত থাকবে — রিয়েলমি 16 প্রো 5G এবং রিয়েলমি 16 প্রো+ 5G। এই সিরিজ ক্যামেলিয়া পিঙ্ক, মাস্টার গোল্ড, মাস্টার গ্রে, ও অর্কিড পার্পল কালার অপশনে উপলব্ধ হবে। টপ মডেল অর্থাৎ রিয়েলমি 16 প্রো+ ভ্যারিয়েন্টে 6,500 নিট পিক ব্রাইটনেস, 2,500 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও Netflix HDR কনটেন্ট সাপোর্ট থাকবে।
Realme 16 Pro সিরিজের উভয় মডেলে 7,000mAh টাইটান ব্যাটারি মিলবে। এছাড়াও, লুমাকালার ইমেজিং সিস্টেম, ট্রিপল রিয়ার ক্যামেরা, ও 200 মেগাপিক্সেল পোট্রেট মাস্টার প্রাইমারি ক্যামেরা থাকবে। পারফরম্যান্সের প্রসঙ্গে বললে, Realme 16 Pro 5G রান করবে MediaTek Dimensity 7300 Max 5G প্রসেসরে, যেখানে Realme 16 Pro+ 5G চলবে আরও পাওয়ারফুল Snapdragon 7 Gen 4 প্রসেসরে।
Realme 16 Pro সিরিজে Android 16-ভিত্তিক Realme UI 7.0 প্রি-ইনস্টল করা থাকবে। ফোনগুলি তিনটি মেজর Android আপগ্রেড ও চার বছর সিকিউরিটি আপডেট পাবে। Realme 16 Pro 5G-এর 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ 31,999 টাকায় আসতে পারে। অন্য দিকে, 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 33,999 টাকা ও 36,999 টাকা রাখতে পারে রিয়েলমি।
Realme 16 Pro+ 5G এর দাম 39,999 টাকা থেকে শুরু হওয়ার সম্ভাবনা। বেস মডেলে 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ মিলবে। 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 41,999 টাকা এবং 44,999 টাকা থাকতে পারে। উল্লেখ্য, ফোন দু'টির সঙ্গে আগামীকাল Realme Pad 3 ট্যাবলেট ভারতে আসতে চলেছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
iQOO 15R Price in India, Chipset Details Teased Ahead of Launch in India on February 24
Honor Magic V6 Leak Hints at Slimmer Build, New Hardware Upgrades Ahead of Anticipated March Debut