Realme 15T ব্যাটারি ও ক্যামেরায় চমক নিয়ে ভারতে লঞ্চ হচ্ছে, দেখলে মনে হবে আইফোন!

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 30 অগাস্ট 2025 17:42 IST
হাইলাইট
  • Realme 15T ফোনের সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে
  • স্মার্টফোনটি IP66, IP68 এবং IP69 ট্রিপল ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং পেয়েছে
  • Realme 15T ঠান্ডা রাখতে 6,050 বর্গ মিমি VC কুলিং সিস্টেম আছে

iPhone 16 Pro এর আদলে Realme 15T ডিজাইন করা হয়েছে

Photo Credit: Realme

Realme 15T স্মার্টফোনটির স্পেসিফিকেশন এবং দাম কিছু দিন আগেই ফাঁস হয়েছিল। তাই আর দেরি না করে লঞ্চের তারিখ ও গুরুত্বপূর্ণ ফিচারগুলি ঘোষণা করেছে রিয়েলমি। এটি ভারতে আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হচ্ছে। আসন্ন ফোনটি আইফোনের মতো স্টাইলে ডিজাইন করা হয়েছে। Realme 15T এর সামনে এবং পিছনে 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। 7,000mAh ব্যাটারি ফোনটিকে শক্তি সরবরাহ করবে। IP66, IP68 এবং IP69 ট্রিপল রেটিং হ্যান্ডসেটটির ভিতরে জল বা ধুলো প্রবেশ করতে দেবে না। ভেপার চেম্বার কুলিং সিস্টেম ডিভাইসটির অভ্যন্তর থেকে দ্রুত তাপ অপসারণ করতে সাহায্য করবে।

Realme 15T লঞ্চের তারিখ ও ডিজাইন

চাইনিজ সংস্থাটি ঘোষণা করেছে, Realme 15T ভারতে সেপ্টেম্বর 2 দুপুর 12 টার সময় লঞ্চ হবে। স্মার্টফোনটি ফ্লিপকার্ট, রিয়েলমি ইন্ডিয়া ই-স্টোর, এবং নির্বাচিত অফলাইন স্টোরের মাধ্যমে বিক্রি হবে। এটি ফ্লোয়িং সিলভার, সিল্ক ব্লু ও স্যুট টাইটানিয়াম রঙে উপলব্ধ হবে। কোম্পানি দাবি করেছে, ন্যানো-স্কেল মাইক্রোক্রিস্টালাইন লিথোগ্রাফি প্রযুক্তি ব্যবহার ফোনটির টেক্সচার্ড ম্যাট 4R ডিজাইন তৈরি করা হয়েছে। এর ফলে ফোনের পিছনের অংশে আঙুলের ছাপ সহজে পড়বে না। আবার ফোনটি হাতে ধরলে পিছলে যাওয়ার সম্ভাবনাও কমে যাবে।

Realme 15T স্পেসিফিকেশন ও ফিচার্স

রিয়েলমি 15টি ফোনটির সামনে 10-বিট কালার ডেপথ সহ 6.7 ইঞ্চি কমফোর্ট+ অ্যামোলেড ডিসপ্লে থাকবে। প্যানেলটির স্ক্রিন-টু-বডি রেশিও 93 শতাংশ, সর্বোচ্চ উজ্জ্বলতা 4,000 নিট, ও PWM ডিমিং 2,160 হার্টজ৷ হ্যান্ডসেটটি 7.79 মিমি পুরু এবং ওজন 181 গ্রাম। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 ম্যাক্স চিপসেট ব্যবহার হতে পারে, যা 12 জিবি র‍্যাম এবং 256 জিবি অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত থাকবে। সেলফি ও ভিডিও কলের জন্য, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

Realme 15T এর 7,000 এমএএইচ ব্যাটারি 10 ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করবে। আগের ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, এটি 60W ফাস্ট চার্জিং সহ আসবে, তবে এর বাক্সে 80W অ্যাডাপ্টার দেওয়া হতে পারে। ব্যাটারিটি রিভার্স চার্জিং ও বাইপাস চার্জিং ফিচার অফার করতে পারে। ফোন দ্রুত ঠান্ডা করতে 6,050 বর্গ মিমি এয়ারফ্লো ভ্যাপার চেম্বার (VC) কুলিং সিস্টেম থাকবে।

রিয়েলমির আসন্ন ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা মিলবে৷ এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর থাকবে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Realme 15T এর দাম ভারতে 20,999 টাকা থেকে শুরু হতে পারে। বেস মডেল 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অফার করবে। এছাড়া, 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 22,999 টাকা ও 24,999 টাকা হতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. প্রিমিয়াম ফোনের বাজার কাঁপাবে iQOO 15, থাকবে দুর্ধর্ষ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর
  2. 165Hz স্ক্রিন ও Snapdrgon 8 Elite Gen 5 চিপসেটের সঙ্গে বাজার কাঁপাতে আসছে OnePlus 15
  3. 50MP সেলফি ক্যামেরা, 7,500mAh ব্যাটারি সহ লঞ্চ হল Xiaomi 17 Pro ও 17 Pro Max, সামনে-পিছনে দু'দিকই ডিসপ্লে!
  4. Apple-এর ঘুম কেড়ে লঞ্চ হল Xiaomi 17, ক্যামেরা ও ফিচার্সে iPhone 17-কে টেক্কা
  5. টাচ করলেই পাল্টাবে ডিজাইন! অবিশ্বাস্য ফিচার নিয়ে হাজির Oppo Reno 14 5G Diwali Edition
  6. ভিডিও আর দেখা যাচ্ছে না, YouTube-এর নতুন নিয়মের গেরোয় ভুক্তভোগী ইউজাররা
  7. ফোনকে দেবে চার্জ, বিশাল 12,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Redmi Pad 2 Pro ট্যাব
  8. সবচেয়ে সস্তায় 72 দিনের প্ল্যান আনল BSNL, আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 2GB ডেটা
  9. 7,000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং ও দুর্দান্ত ক্যামেরার সঙ্গে লঞ্চ হল স্টাইলিশ Oppo A6 Pro স্মার্টফোন
  10. 6,500mAh ব্যাটারি, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার দারুণ 5G স্মার্টফোন আনল Vivo
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.