ওটিএ আপডেটের মাধ্যমে Realme 2 ফোনে Android Pie স্টেবেল আপডেট পৌঁছাবে। কোম্পানি জানিয়েছে ধাপে ধাপে ভারতে সব Realme 2 গ্রাহকের ফোনে এই আপডেট পৌঁছে যাবে।
Realme 2 ফোনে রয়েছে Snapdragon 450 চিপসেট
ColorOS 6 এর হাত ধরে Realme 2 ফোনে পৌঁছাল Android Pie। স্টেবেল আপডেটের হাআত ধরে এই ফোনে পৌঁছাল নতুন অ্যানড্রয়েড। এই আপডেটে Realme 2 ফোনে পৌঁছেছে রাইডিং মোড, নেভিগেশন জেসচার, অ্যাপ লঞ্চার এর মতো একাধিক ফিচার। এর সাথেই থাকছে জুন মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ।
গত মাসে Realme 2 ফোনে Android Pie বিটা আপডেট পৌঁছেছিল। ওটিএ আপডেটের মাধ্যমে এই ফোনে Android Pie স্টেবেল আপডেট পৌঁছাবে। কোম্পানি জানিয়েছে ধাপে ধাপে ভারতে সব Realme 2 গ্রাহকের ফোনে এই আপডেট পৌঁছে যাবে।
Realme 2 তে রয়েছে 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। Realme 2 এর ডিসপ্লের উপরে একটি কালো নচ থাকবে। Realme 2 এর ভিতরে থাকবে একটি Snapdragon 450 চিপসেট। এর সাথেই থাকবে 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ। microSD কার্ডের মাধ্যমে Realme 2 ফোনের স্টোরেজ 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
Realme 2 ফোনের পিছনে একটি ডুয়াল ক্যামেরা সেট আপ থাকবে। এই ক্যামেরায় একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার আর একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। সেলফি তোলার জন্য Realme 2 তে থাকবে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Realme 2 তে থাকবে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/GLONASS, OTG, FM রেডিও, একটি microUSB 2.0 পোর্ট আর একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক। Realme 2 তে রয়েছে একটি 4230 mAh ব্যাটারি। এর সাথেই ফোনের পিছনে থাকবে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Fact Check: Is Microsoft Really Planning to Rewrite Windows 11 in Rust Using AI?