সম্প্রতি এক ইভেন্টে লঞ্চ হয়েছে Realme 2 Pro। এই ফোনের অন্যতম প্রধান আকর্ষন ফোনের ভিতরে লেটেস্ট Snapdragon 660 চিপসেটের উপস্থিতি। এছাড়াও Realme 2 Pro তে রয়েছে ওয়াটার ড্রপ নচ, 8GB পর্যন্ত RAM। এর আগেই ভারতে Mi A2 আর Vivo V9 Pro প্রো ফোনে দেখা গিয়েছে একই চিপসেট। এই তিনটি ফোনের মধ্যে কোনটি সেরা? এক নজরে দেখে নেওয়া যাক:
ভারতে 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Realme 2 Pro এর দাম 13,990 টাকা। 6GB RAM + 64GB স্টোরেজ ও 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে যথাক্রমে 15,990 টাকা আর 17,990 টাকা।
ভারতে 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2 এর দাম 16,999 টাকা। তবে এখনই এই ফোনের 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট বিক্রি শুরু করবে না Xiaomi। চারটি আলাদা রঙে পাওয়া যাবে নতুন Mi A2।
ভারতে Vivo V9 Pro এর দাম 17,990 টাকা। আপাতত শুধুমাত্র কালো রঙে পাওয়া যাবে এই ফোন। শুধুমাত্র Amazon থেকেই V9 Pro কেনা যাবে।
Realme 2 Pro ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন। Mi A2 তে থাকবে Android Ore 8.1 স্টক অ্যানড্রয়েড। Vivo V9 Pro ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব FunTouch OS 4.0 স্কিন।
Realme 2 Pro তে রয়েছে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে ছোট ওয়াটার ড্রপ নচ। এই ফোনের ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। Mi A2 তে থাকবে একটি 5.99 ইঞ্চি Full HD+ ডিসপ্লে।ব ডিসপ্লের উপরে কোন নচ নেই। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। Vivo V9 Pro ফোনে রয়েছে একটি 6.3 ইঞ্চি ডিসপ্লে। 90 শতাংশের বেশি স্ক্রিন টু বডি রেশিও রয়েছে এই ফোনে। ডিসপ্লের ইউপরে রয়েছে একটি নচ। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। তিনটি ফোনের ডিসপ্লেতে FHD+ রেসোলিউশান পাওয়া যাবে।
এই তিন ফোনেই রয়েছে Snapdragon 660 চিপসেট। Realme 2 Pro তে রয়েছে 4GB/6GB/8GB RAM আর 64GB/128GB স্টোরেজ। Mi A2 তে রয়েছে 4GB/6GB RAM আর 64GB/128GB স্টোরেজ। Vivo V9 Pro তে রয়েছে 6GB RAM আর 64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 16MP Sony IMX398 প্রাইমারি সেন্সার। এই ক্যামেরা দিয়ে 30fps স্পিডে 4K ভিডিও তোলা যাবে। এছাড়াও থাকবে একটি 16MP সেলফি ক্যামেরা। Mi A2 তে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরা প্রাইমারি সেন্সার 12MP। ফোনের সামনে থাকবে একটি 20MP সেলিফি ক্যামেরা। ছবি তোলার জন্য V9 Pro এর পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে একটি 13MP প্রাইমারি সেন্সার আর একটি 2MP সেকেন্ডারি সেন্সার। ফোনের সামনে থাকবে একটি 12MP সেলফি ক্যামেরা।
Realme 2 Pro ও Mi A2 তে রয়েছে যথাক্রমে 3500 mAh ও 3010 mAh ব্যাটারি Vivo V9 Pro তে রয়েছে 3260 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন