নিয়মিত নতুন স্মার্টফোন লঞ্চ হচ্ছে ভারতে। তাই কিছদিন আগে স্মার্টফোনের প্রাসঙ্গিকতা টিকিয়ে রাখতে পুরনো স্মার্টফোনের দাম কমাছহে স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলি। প্রত্যেক মাসে যেমন একের পর এক স্মার্টফোন লঞ্চ হচ্ছে একই ভাবে দাম কমছে পুরনো স্মার্টফোনের। এপ্রিল মাস তার ব্যতিক্রম নয়। মাস ছয়েক আগে লঞ্চ হওয়া স্মার্টফোনের দাম কমছে হু হু করে।
স্মার্টফোন | দাম (পুরনো) | দাম (নতুন) | পুরনো ও নতুন দামের পার্থক্য |
---|---|---|---|
iPhone XR 64GB | 76,900 টাকা | 59,900 টাকা | 17,000 টাকা |
iPhone XR 128GB | 81,900 টাকা | 64,900 টাকা | 17,000 টাকা |
iPhone XR 256GB | 91,900 টাকা | 74,900 টাকা | 17,000 টাকা |
Realme 2 Pro 4GB+64GB | 13,990 টাকা | 11,990 টাকা | 2,000 টাকা |
Realme 2 Pro 4GB+64GB | 14,990 টাকা | 13,990 টাকা | 1,000 টাকা |
Realme 2 Pro 8GB+128GB | 16,990 টাকা | 15,990 টাকা | 1,000 টাকা |
Oppo F9 Pro 128GB | 19,990 টাকা | 17,990 টাকা | 2,000 টাকা |
Realme U1 3GB+32GB | 10,999 টাকা | 9,999 টাকা | 1,000 টাকা |
Realme U1 4GB+64GB | 13,499 টাকা | 11,999 টাকা | 1,500 টাকা |
Nokia 6.1 Plus 6GB RAM | 18,499 টাকা | 16,999 টাকা | 1,500 টাকা |
Nokia 7 | 19,999 টাকা | 17,999 টাকা | 2,000 টাকা |
Nokia 1 | 5,499 টাকা | 3,999 টাকা | 1,500 টাকা |
Nokia 2.1 | 6,999 টাকা | 5,499 টাকা | 1,500 টাকা |
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন