গত মাসেই লঞ্চ হয়েছিল Realme 2। এবার ভারতে লঞ্চ হল Realme 2 এর উত্তরসূরী Realme 2 Pro। নতুন ফোনে রয়েছে আগের থেকে শক্তিশালী প্রসেসার, বেশি RAM আর আপডেটেড ক্যামেরা। এর সাথেই Realme 2 Pro ফোনের ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ নচ। আগে Oppo F9 Pro আর Vivo V11 Pro ফোনে একই ধরনে ছোট ডিসপ্লে নচ দেখা গিয়েছিল। Realme 2 Pro তে রয়েছে Snapdragon 660 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। একই ইভেন্টে লঞ্চ হয়েছে বাজেট স্মার্টফোন Realme C1।
ভারতে 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Realme 2 Pro এর দাম 13,990 টাকা। 6GB RAM + 64GB স্টোরেজ ও 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে যথাক্রমে 15,990 টাকা আর 17,990 টাকা। শুধুমাত্র Flipkart থেকে আগামী 11 অক্টোবর Realme 2 Pro বিক্রি শুরু হবে। তিনটি আলাদা রনে পাওয়া যাবে এই ফোন। লঞ্চ অফারে Jio গ্রাহকরা একাধিক ক্যাশব্যাক সুবিধা পাবেন।
Realme 2 Pro ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন। Realme 2 Pro তে রয়েছে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে ছোট নচ। এই ফোনের ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট, 4GB/6GB/8GB RAM আর 64GB/128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 16MP Sony IMX398 প্রাইমারি সেন্সার। এই ক্যামেরা দিয়ে 30fps স্পিডে 4K ভিডিও তোলা যাবে। এছাড়াও থাকবে একটি 16MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Sony IMX398 Realme 2 Pro তে থাকছে USB OTG, Wi-Fi 802.11 ac, Bluetooth, 4G VoLTE, GPS সহ আরও অনেক অপশান। Realme 2 Pro এর ব্যাটারি 3500 mAh। ফোনের ওজন 174 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন